Dilip Ghosh

Dilip Ghosh: একযোগে চলার বার্তা দিলীপের

বিজেপির একাংশের দাবি, রদবদলের ফলে দলের পুরোনো নেতৃত্বদের বড় অংশ এখন কোণঠাসা হয়ে পড়েছেন।

Advertisement

অভিজিৎ সাহা

মালদহ শেষ আপডেট: ২৫ জুন ২০২২ ০৫:৩০
Share:

আসা: মালদহ টাউন স্টেশনে দিলীপ ঘোষ। নিজস্ব চিত্র

আদি বনাম নব্যের দ্বন্দ্বে জেরবার মালদহের বিজেপিও। শুক্রবার দলীয় বৈঠকে দ্বন্দ্ব ভুলে সবাইকে একযোগে চলার বার্তা দিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি দিলীপ ঘোষ। ইংরেজবাজার শহরের পুড়াটুলিতে দলের জেলা কার্যালয়ে দুই সাংগঠনিক জেলার নেতৃত্বদের নিয়ে পৃথক ভাবে বৈঠক করেন তিনি। আর দুই সাংগঠনিক জেলার নেতৃত্বকে একযোগে চলার নির্দেশ দেন দিলীপ। এমনকি, ২০১৯ সালের লোকসভা ভোটের মতোই নেতাদের এবারের ভোটে এখন থেকেই পরিশ্রম করার পরামর্শ দেন তিনি।

Advertisement

মালদহে বিজেপির আদি বনাম নব্যের দ্বন্দ্ব একাধিকবার প্রকাশ্যে এসেছে। এমনকি, বিধানসভা ভোটের আগে থেকেই দ্বন্দ্বে একাধিকবার জেলা কার্যালয় ভাঙচুরের ঘটনা ঘটেছে। বিধানসভা ভোটের পরে বিজেপির জেলা সভাপতি পদে রদবদল হয়। বিজেপির একাংশের দাবি, রদবদলের ফলে দলের পুরোনো নেতৃত্বদের বড় অংশ এখন কোণঠাসা হয়ে পড়েছেন। ফলে কর্মী, সমর্থকেরাও ঝিমিয়ে পড়েছেন। এ ছাড়া কেন্দ্র, রাজ্য নেতৃত্ব কর্মসূচি বেধে দিলে তবেই জেলাতে কর্মসূচি হচ্ছে। জেলার ইস্যু ধরে কোনও কর্মসূচি হচ্ছে না বলে দাবি বিজেপি নেতৃত্বের একাংশের।

সামনে পঞ্চায়েত এবং লোকসভা ভোট রয়েছে। ভোটকে সামনে রেখে এ দিন দুপুরে মালদহে দলীয় নেতৃত্বদের নিয়ে বৈঠক করেন দিলীপ। দলীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন সকালে মালদহে আসেন তিনি। পুরাতন মালদহে গৌড় ভবনে তিনি বিশ্রাম নেওয়ার পরে দুপুরে জেলা কার্যালয়ে দুই সাংগঠনিক জেলার নেতৃত্বদের নিয়ে পৃথক ভাবে বৈঠক করেন। বৈঠকে জনপ্রতিনিধি এবং মণ্ডলের নেতৃত্বরাও হাজির ছিলেন। সেখানেই তিনি বলেন, “দলে নতুনরা আছেন। পুরনোরাও আছেন। সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।” তিনি এও বলেন, “মালদহে গত লোকসভা এবং পঞ্চায়েত ভোটে দল ভাল ফল করেছিল। দলের নেতা, কর্মীরা পরিশ্রমের ফলেই জেলায় ভাল ফল হয়।” এখনও তেমনই পরিশ্রম করতে হবে বলে বার্তা দেন দিলীপ। বিজেপি নেতা খগেন মু্র্মু বলেন, “সাংগঠনিক বিষয় নিয়ে দিলীপদা বৈঠকে আলোচনা করেছেন। একাধিক পরামর্শও দিয়েছেন।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement