chitmahal

পরিত্যক্ত শিবিরে ‘মদের আসর’

ছিটমহল বিনিময় চুক্তি স্বাক্ষরিত হওয়ার পরে ২০১৫ সালের নভেম্বর মাসে কাঁটাতারের ওপার থেকে মূল ভূখণ্ডে এসেছেন সাবেক ছিটের বাসিন্দা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২০ জুলাই ২০২৩ ০৭:৪৮
Share:

হলদিবাড়ির সেই পরিত্যক্ত শিবির। ছবি: সুদীপ্ত মজুমদার

হলদিবাড়ির কৃষিফার্মে পরিত্যক্ত সাবেক ছিটমহলবাসীদের অস্থায়ী শিবিরে অসামাজিক কাজ বাড়ছে বলে অভিযোগ উঠেছে। অভিযোগ, রাতের অন্ধকারে সেখানে বসছে মদ ও জুয়ার আসর। চুরি হয়ে যাচ্ছে বিভিন্ন জিনিস। পরিত্যক্ত শিবির ভেঙে ফেলার দাবি জোরালো হচ্ছে।

Advertisement

ছিটমহল বিনিময় চুক্তি স্বাক্ষরিত হওয়ার পরে ২০১৫ সালের নভেম্বর মাসে কাঁটাতারের ওপার থেকে মূল ভূখণ্ডে এসেছেন সাবেক ছিটের বাসিন্দা। হলদিবাড়ি ব্লকে কৃষিফার্মের অস্থায়ী শিবিরে আশ্রয় নেন ৯৬টি পরিবার। ২০২০ সালের জানুয়ারি মাসের শেষের দিকে তাঁরা অস্থায়ী শিবির ছেড়ে স্থায়ী শিবিরে চলে যান। তখন থেকেই পরিত্যক্ত হয়ে রয়েছে অস্থায়ী শিবিরটি। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ,অন্ধকারের সুযোগ নিয়ে পরিত্যক্ত শিবির থেকে চুরি হয়ে যাচ্ছে অনেক জিনিসপত্র। তা ছাড়াও সেখানে বসছে মদ, জুয়ার আসর।

বুধবার ওই এলাকায় গিয়ে দেখা যায়, অস্থায়ী শিবিরে বসানো বাতিস্তম্ভের একটিও নেই। পানীয় জলের পাইপ, কল ও বিভিন্ন যন্ত্রাংশ উধাও। বিভিন্ন ঘরের টিন উধাও। বিভিন্ন ঘরে ছড়িয়ে মদের বোতল। হলদিবাড়ির বিডিও বিবেক পঙ্কজ বলেন, ‘‘বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। পুলিশকে জানানো হবে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement