Suicide

লকডাউনে কাজ হারিয়ে কেরল থেকে গ্রামে, অবসাদে আত্মঘাতী ধূপগুড়ির যুবক

শুক্রবার তাঁর বাড়ির বাড়ির পাশ থেকে উদ্ধার হয় ঝুলন্ত দেহ। কর্মহীন হয়ে শঙ্কর কিছুদিন আগে কেরল থেকে বাড়ি ফিরেছিলেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

ধূপগুড়ি শেষ আপডেট: ১৮ জুন ২০২১ ২১:১০
Share:

নিজস্ব চিত্র

করোনা পরিস্থিতিতে কাজ হারানোয় ঘিরে ধরেছিল দারিদ্র অবসাদ। আর তাতেই আত্মঘাতী হলেন ধূপগুড়ির বারবাঘিয়া গ্রামের ২৬ বছরের যুবক শঙ্কর রায়। তিনি স্থানীয় ভেমটিয়া এলাকার বাসিন্দা। শুক্রবার যুবকের বাড়ির বাড়ির পাশ থেকে উদ্ধার হয় তাঁর ঝুলন্ত দেহ। কর্মহীন হয়ে শঙ্কর কিছুদিন আগে কেরল থেকে বাড়ি ফিরেছিলেন। তারপর থেকেই মানসিক অবসাদে ভুগছিলেন। শুক্রবার ভোর রাতে বাড়ির পাশে একটি গাছে ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায় তাঁকে। পরিবারের সদস্যরা দেহ দেখতে পেয়ে খবর পাঠান ধূপগুড়ি থানায়। ঘটনাস্থলে ছুটে যান পুলিশকর্মীরা। দেহ উদ্ধার করে দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয় জলপাইগুড়ি জেলা হাসপাতালে।

Advertisement

মৃতের দাদা বিশ্বনাথ রায় বলেন, ‘‘কেরল থেকে কাজ হারিয়ে ফিরেছিল ভাই। তেমন টাকা না নিয়ে আসতে পারায় চরম অবসাদে ভুগছিল। দেরি করে রাতে বাড়িতে ফিরত। বাবা একটু বকাঝকাও করেছিল।’’ তারপরই আত্মঘাতী হন যুবক।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement