— প্রতীকী চিত্র।
যৌনপল্লির কাছে গুলি চলল। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে এক বৃদ্ধার। আহত এক কিশোর। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ আলিপুরদুয়ারের ১০ নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটে। আহত কিশোরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। যিনি গুলি চালিয়েছেন, স্থানীয়েরা তাঁকে পাকড়াও করে বেধড়ক মারধর করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। অভিযুক্ত ব্যক্তিকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে ভর্তি করে তারা। বৃদ্ধার দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
সন্ধ্যায় ১০ নম্বর ওয়ার্ডের যৌনপল্লিতে আচমকা একটি পানের দোকানে এক বয়স্ক মহিলাকে গুলি করে এক ব্যক্তি। গুলির শব্দে আশপাশের লোকেরা ছুটে আসেন। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই বৃদ্ধার। মৃতের নাম কৌশল্যা মাহাতো। এর পর স্থানীয়েরা অভিযুক্তকে ধরতে গেলে সেখান থেকে পালিয়ে যান অভিযুক্ত। জনতার রোষ থেকে বাঁচতে সেখান থেকে কিছুটা দূরে গিয়ে ফের গুলি চালান তিনি। আর সেই গুলিতেই আহত হয় বিশ্বরবি দাস নামে ১৫ বছর বয়সি এক কিশোর। পায়ে গুলি লাগে তার। তাকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এর পর অভিযুক্ত আবার পালিয়ে যাবার চেষ্টা করলে, এলাকার লোকজন তাঁকে ধরে গণধোলাই দেন। খবর যায় পুলিশে। এসডিপিও শ্রীনিবাস এমপি-সহ বিশাল পুলিশ বাহিনী জেলা হাসপাতালে আসেন। পুলিশ অভিযুক্তকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে ভর্তি করায়।
মৃত ব্যক্তি অভিযুক্তের পূর্বপরিচিত কি না তা খতিয়ে দেখছে পুলিশ।