Wild Elephant

Elephant: রেশন দোকানে তাণ্ডব চালিয়ে শুঁড় দিয়ে চাল, গম, আটা খেল হাতি!

বুধবার রাতে জলপাইগুড়ির ডুয়ার্সের বানারহাট ব্লকের মোগলকাটা চা বাগানে ঘটনাটি ঘটেছে। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ৩০ জুন ২০২২ ২৩:২৫
Share:
Advertisement

গভীর রাতে রেশন দোকানে ঢুকে তাণ্ডব চালাল একটি হাতি। দোকানে ভাঙচুর চালিয়ে মজুত চাল, আটা, গম সবই সাবাড় করে দিল ওই দলছুট গজরাজ। বুধবার রাতে জলপাইগুড়ির ডুয়ার্সের বানারহাট ব্লকের মোগলকাটা চা-বাগানে ঘটনাটি ঘটেছে। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে ওই এলাকায়।

স্থানীয় সূত্রে খবর, খাবারের খোঁজে জঙ্গল থেকে বেরিয়ে দলছুট হয়ে চা-বাগানের স্টাফ লাইনের কাছে চলে আসে হাতিটি। পাশে একটি রেশনের দোকান ছিল। সেখানেই দীর্ঘ ক্ষণ দাঁড়িয়ে ছিল সে। পরে বাগানকর্মীরা বাজি ফাটিয়ে শ্রমিক লাইন থেকে হাতিটিকে তাড়ান। এর পর বৃহস্পতিবার ভোরের দিকে আবার স্টাফ লাইনের ওই রেশন দোকানে হাতিটি এসে তাণ্ডব করে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement