হাতির তাণ্ডবে ভাঙল বাড়ির দেওয়াল। নিজস্ব চিত্র।
বুধবার গভীর রাতে বিন্নাগুড়ি গ্রামপঞ্চায়েতে হলদিবাড়ি চা বাগানের ফ্যাক্টরি লাইনে হানা দেয় একটি দাঁতাল হাতি। সেখানে মোতিয়াস ওরাও নামে এক ব্যক্তির পাকা ঘরের দেওয়াল ভেঙে তছনছ করে দেয়। বরাত জোরে প্রাণে বেঁচে যান ওই পরিবারের সদস্যরা।
স্থানীয়রা জানিয়েছেন, রাত ১২টা নাগাদ পাশের মোরাঘাট জঙ্গল থেকে একটি দলছুট দাঁতাল ওই এলাকায় ঢুকে পড়ে। হাতি ঢুকেতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। সেই সময় এলাকার বেশির ভাগ মানুষই ঘুমের মধ্যে। মোতিয়াসের বাড়ির দেওয়াল ভেঙে শুঁড় ঢুকিয়ে মজুত থাকা চাল ডাল-সব বেশ কিছু সামগ্রী সাবাড় করে দেয় হাতিটি। এমনকি ঘরের একটি বিছানাও পায়ের চাপে ভেঙে দেয়।
এরপর স্থানীয় শ্রমিকরা বাজি ফাটিয়ে এবং বাগানের ট্রাক্টর দিয়ে হাতিটিকে ভয় দেখিয়ে কোনও রকমে হলদিবাড়ি চা বাগান থেকে বের করে দেন। স্থানীয়দের দাবি, হাঁড়িয়ার লোভে হাতিটি এখানে ঢুকেছিল।
বিন্নাগুড়ি বন্যপ্রাণ দফতরের রেঞ্জার শুভাশিস রায় জানান, সম্ভবত মোরাঘাট জঙ্গল থেকে খাবারের খোঁজে হাতিটি লোকালয়ে ঢুকে পড়েছিল। তবে চা বাগান হাতি ঢুকে পড়ার কোনও খবর রাত্রে তাঁরা পাননি। তবে ক্ষতিগ্রস্ত পরিবার সরকারি নিয়ম মেনে ক্ষতিপূরণ পাবেন।