প্রতীকী ছবি.
সোমবার ভাইরাল হওয়া একটি ভিডিয়োতে সামরিক জংলা পোশাক পরা এক ব্যক্তি দাবি করলেন, রাজবংশী বলে আলাদা কিছু নেই, সবাই কোচ। একই সঙ্গে ১১ মিনিটের ওই ভিডিয়োয় তাঁর মুখে ‘কোচ অথবা কামতাপুরী রাজ্য অথবা রাষ্ট্র’ গঠনের কথাও শোনা গিয়েছে।
ভিডিয়োটি যে বা যারা শেয়ার করেছে, তারা ওই ব্যক্তিকে কেএলও-র প্রতিষ্ঠাতা জীবন সিংহ বলে দাবি করেছে। যদিও ওই ব্যক্তি ভিডিয়োটিতে নিজের নাম বলেননি। ভিডিয়োর সত্যতা আনন্দবাজার পত্রিকা যাচাই করেনি। ওই ব্যক্তি জীবন সিংহ কিনা, তা নিয়েও সংশয় রয়েছে। এ পর্যন্ত পাওয়া খবরে কোনও সংস্থা বা গোয়েন্দা এজেন্সিও ভিডিয়োর সত্যতা যাচাই করেনি।
ভিডিয়োয় দেখা যাচ্ছে, ওই ব্যক্তি বলছেন, কোচ রাজার বংশীয় থেকে রাজবংশী শব্দটি এসেছে। আসলে সকলেই কোচ সম্প্রদায়ের। ভিডিয়োতে অসমের নিম্ন গোয়ালপাড়া থেকে কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও দক্ষিণ দিনাজপুরের রাজবংশী সম্প্রদায়ের সকলকে এখন থেকে কোচ বলে পরিচয় দেওয়ার আবেদন করেন ওই ব্যক্তি। তিনি বলেন, “যে দিন আমরা সকলে নিজেকে কোচ বলে পরিচয় দিতে পারব, সে দিনই কোচ রাজ্য বা কামতাপুর প্রতিষ্ঠা করা আমার পক্ষে সম্ভব হবে।”
১৯৯৩ সালে কামতাপুরী রাজ্য গঠনের জন্য সশস্ত্র আন্দোলনের ডাক দিয়ে কেএলও প্রতিষ্ঠা করেন জীবন সিংহ। ২০০৩ সালে ভুটানে সেনা অভিযানের পরে কেএলও-র প্রায় সব নেতা ধরা দিলেও জীবন উধাও হন। গ্রেটার কোচবিহারের নেতা বংশীবদন বর্মণ বলেন, “কে কোথায় কী বলেছেন, তা আমি জানি না। তবে সব কোচ-ই রাজবংশী। কিন্তু সব রাজবংশী কোচ নন।”