elephant

Elephant: ডুয়ার্সে ফের ট্রেন চালকের তৎপরতায় প্রাণে বাঁচল লাইনে চলে আসা হাতি

রেললাইনের উপরহ চলে আসল হাতি। ফের ট্রেনচালকের তৎপড়তায় রক্ষা পেল জাতীয় ঐতিহ্যশালী বন্যপ্রাণী। 

Advertisement

নিজস্ব সংবাদদাতা 

জলপাইগুড়ি শেষ আপডেট: ১১ জানুয়ারি ২০২২ ২৩:২৯
Share:

লাইনের উপর চলে এসেছে হাতি। নিজস্ব চিত্র।

ডুয়ার্সে ফের রেললাইনের উপরহ চলে আসল হাতি। ফের ট্রেনচালকের তৎপড়তায় রক্ষা পেল জাতীয় ঐতিহ্যশালী বন্যপ্রাণী।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতিদিনের মতো মঙ্গলবার দুপুরেও ডুয়ার্সের সেভক-গুলমা রেললাইন ধরে যাচ্ছিল ডাউন মহানন্দা এক্সপ্রেস। ১ টা ৪০ মিনিট নাগাদ সেভক-গুলমার মাঝে আচমকাই একটি হাতি রেললাইনের ওপর চলে আসে। ট্রেনের চালক শ্রী কে চন্দ এবং তাঁর সহকারী চালক কে কুমার হঠাৎ রেলের সামনে হাতিটিকে লাইন পারাপার করতে দেখে ব্রেক কষে ট্রেনের গতি কমিয়ে দেন। যার ফলে রক্ষা পায় হাতিটি।

প্রসঙ্গত, এর আগেও একাধিক বার ডুয়ার্সে রেললাইনের উপর হাতি চলে এসেছিল। ট্রেনের ধাক্কায় হাতির মৃত্যু, এমনকি ট্রেনের ইঞ্জিন দুমড়েমুচড়ে যাওয়ার ঘটনা পর্যন্ত ঘটেছিল। তবে পরবর্তীতে রেল মন্ত্রক এবং রাজ্যের বন দফতর দূর্ঘটনা ও বন্যপ্রাণীর মৃত্যু রুখতে একাধিক বার বৈঠক করে। এরপর বনাঞ্চল লাগোয়া এলাকায় ট্রেনের গতি কমিয়ে দেওয়া-সহ একাধিক পদক্ষেপ করা হয়। স্থানীয় সূত্রের দাবি, এর পর থেকেই রেললাইনে দূর্ঘটনা করেছে, আর তার ফলে রক্ষা পাচ্ছে বন্যপ্রাণ।

Advertisement

ওদলাবাড়ি নেচার অ্যাডভেঞ্চার সোসাইটি (ন্যাসের) কর্মকর্তা নফসর আলি মঙ্গলবার বলেন, ‘‘কয়েক বছর আগে এই শীতের মরশুমে ট্রেনের ধাক্কায় একাধিক হাতির মৃত্যুর ঘটনা ঘটেছিল ডুয়ার্সে। তবে রেল, কেন্দ্রীয় বন ও পরিবেশ মন্ত্রক এবং রাজ্য বনবিভাগের একাধিক যৌথ বৈঠকের পর রেল তার গতি নিয়ন্ত্রণ করেছে এবং রেলের গতি নিয়ন্ত্রণ হওয়াতেই আজকে এই হাতির প্রাণ বেঁচে গিয়েছে। আমরা ধন্যবাদ জানাই সেই রেল চালককে।’’ পাশাপাশি, রাতের ডুয়ার্সে রেলপথে যাতায়াতকারী মাল গাড়িগুলির গতি নিয়ন্ত্রণ করারও সওয়াল করেছেন নফসর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement