জঙ্গল ছেড়ে খোশমেজাজে নদীর পাড়ে ঘুরে বেড়াচ্ছে গন্ডার।
লকডাউনে পর্যটকশূন্য ডুয়ার্স। নিস্তব্ধ মূর্তি নদীর দু’পাশ এখন হয়ে দাঁড়িয়েছে বন্যপ্রাণিদের বিচরণ ক্ষেত্র। বৃহস্পতিবার যেমন দেখা গেল একটি গন্ডারকে, জঙ্গল ছেড়ে খোশমেজাজে নদীর পাড়ে ঘুরে বেড়াতে।
মূর্তি নদীর ধারে পর্যটকের সমাগম এখন নেই। সেই সুযোগেই মাঝে মাঝেই মানুষের খুব কাছাকাছি চলে আসছে হাতি, বাইসন, ময়ূর বা গন্ডার। বৃহস্পতিবার গোরুমারা জাতীয় উদ্যান সংলগ্ন মূর্তি নদীর ধারে ঘুরে বেড়াতে দেখা গেল একটি পূর্ণবয়স্ক গন্ডারকে। স্থানীয় বাসিন্দাদের কাছে গন্ডারটি ‘চ্যাম্পিয়ন’ নামেই পরিচিত। ‘চ্যাম্পিয়ন’-এর বেড়ানোর দৃশ্য মোবাইল বন্দি করেন অনেকেই।
প্রতি বছর ডুয়ার্সের পাহাড়, নদী, জঙ্গল সহ বন্যপ্রাণি দেখতে ভিড় জমান অনেকে। তবে গত দু’বছরে করোনা পরিস্থিতিতে সে ভাবে দেখা মেলেনি পর্যটকদের। চলতি বছরে ইতিমধ্যেই ১৬ই জুন থেকে জঙ্গলে প্রবেশ সরকারিভাবে নিষিদ্ধ হয়ে গিয়েছে। নিস্তব্ধ জঙ্গল এখন বন্যপ্রাণীদের মুক্তাঞ্চল।