জলের স্রোত খড়কুটোর মতো ভাসিয়ে নিয়ে চলে যাচ্ছে বাঁশের তৈরি আস্ত একটা সেতু। আসানসোলের বার্নপুরে দামোদরের জলের তোড়ে ভেসে গিয়েছে বাঁশের তৈরি অস্থায়ী সেতু। দামোদরের এই ভয়াল চেহারা বুক কাঁপিয়ে দিয়েছে অনেকের।
বৃহস্পতিবার বার্নপুর দামোদরের উপরে অস্থায়ী ভাবে তৈরি করা ওই বাঁশের সেতুটি ভেসে যায় স্রোতে। এর ফলে বিচ্ছিন্ন হয়ে পড়ে পশ্চিম বর্ধমান জেলার আসানসোল, বার্নপুর এবং বাঁকুড়ার একটি বিস্তীর্ণ অংশ। যদিও নৌকায় যাতায়াত করছেন অনেকেই। তবে বর্ষায় ক্রমশই ফুলেফেঁপে উঠছে দামোদর। আর তা অনেকের কাছে আশঙ্কার কারণ হয়ে উঠেছে।
গত কয়েক দিন ধরে টানা বৃষ্টি হচ্ছে। তার জেরেই এই বিপত্তি। এর উপর পাঞ্চেত এবং মাইথন বাঁধ থেকে কিছুটা জল ছাড়া হয়েছে। আরও বৃষ্টি দামোদরের চেহারা ভয়ঙ্কর হয়ে উঠবে বলেই মনে করছেন স্থানীয় বাসিন্দারা।