Ravichandran Ashwin Retirement
জড়িয়ে ধরলেন কোহলি, মুখ গোমড়া ক্যাপ্টেন রোহিতের, ব্রিসবেনেই অস্তাচলে ‘রবি’চন্দ্রন
১৩ বছরের আন্তর্জাতিক কেরিয়ারে ৭৬৫টি উইকেট নিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। চলতি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে একমাত্র বোলার হিসাবে দখলে করেছেন শতাধিক উইকেট। এ হেন অশ্বিন ঘোষণা করলেন অবসর।
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা
শেষ আপডেট: ১৮ ডিসেম্বর ২০২৪ ১৮:৫২
আন্তর্জাতিক ক্রিকেটকে চিরতরে বিদায়
জানালেন ভারতের সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ অফ স্পিনার আর অশ্বিন। ব্রিসবেনে তৃতীয়
টেস্ট ড্র হতেই সাংবাদিক বৈঠকে ক্যাপ্টেন রোহিত শর্মার সঙ্গে হাজির তিনি। কোহলির
সঙ্গে কী কথা হচ্ছিল, সাংবাদিকেরা যখন
জিজ্ঞেস করতে যাবেন, সেই মুহূর্তেই
বিস্ফোরণ। ভারতের সর্বকালের অন্যতম সেরা ‘ম্যাচ উইনার’ অশ্বিন জানিয়ে দিলেন, অনেক হয়েছে, এ বার বিদায়।
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের
Google News,
X (Twitter),
Facebook,
Youtube,
Threads এবং
Instagram পেজ)