iঘরের চাল থেকে ঝুলছে সাপ। নিজস্ব চিত্র।
ঘরের ছাদ থেকে ঝুলছে অজগর। সেই সাপকে কৌশলে বস্তাবন্দি করলেন এক যুবক। শনিবার রাতে এই ঘটনা ঘটেছে জলপাইগুড়ির মেটেলি ব্লকের বাতাবাড়ি এলাকায়।শনিবার রাতে বাতাবাড়ির বাসিন্দা সঞ্জিত রাই দেখতে পান তাঁর ঘরে টিনের চাল থেকে ঝুলছে একটি অজগর সাপ। তা দেখে আতঙ্ক ছড়ায় ওই বাড়ির সদস্যদের মধ্যে। সকলেই ঘর থেকে বাইরে বেরিয়ে যান। খবর চাউর হতেই বহু মানুষ ভিড় জমান সেখানে।
এর পর ওই সাপটি ধরতে খবর দেওয়া হয় দিবস রাই নামে চালসার এক যুবককে। দিবস সাপটিকে ধীরে ধীরে টিনের চাল থেকে নামিয়ে বস্তাবন্দি করেন তিনি। এর পর সেটা তুলে দেওয়া হয় বনদফতরের হাতে। সাপটি লম্বায় প্রায় আট ফুট বলে বন দফতর সূত্রে জানা গিয়েছে। মনে করা হচ্ছে, খাবারের সন্ধানে জঙ্গল থেকে বাড়িতে ঢুকে পড়েছিল অজগরটি। সাপটিকে উপযুক্ত জায়গায় ছেড়ে দেওয়া হবে বলে বনদফতর সূত্রে জানা গিয়েছে।
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ।