Babul Supriyo

Dilip Ghosh: ২০২৪ সালে জিতলে আমার চোখে চোখ রেখে কথা বলবেন! দিলীপকে বাবুল-তির

শনিবার অ-জানাকথার অনুষ্ঠানে বাবুলকে কটাক্ষ করেছিলেন দিলীপ। রবিবার পাল্টা জবাব বাবুলের। চ্যালেঞ্জ ছুড়লেন নিজের প্রাক্তন সহকর্মীকে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ মে ২০২২ ১৯:০৯
Share:

বিজেপির কেন্দ্রীয় সহ-সভাপতি দিলীপ ঘোষকে এবং তৃণমূল বিধায়ক বাবুল সুপ্রিয়। —নিজস্ব চিত্র।

২০২৪ সালের লোকসভা নির্বাচন জিততে পারলে চোখে চোখ রেখে কথা বলবেন। বিজেপির কেন্দ্রীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের উদ্দেশে এমনই চ্যালেঞ্জ করলেন সঙ্গীতশিল্পী তথা তৃণমূল বিধায়ক বাবুল সুপ্রিয়। রবিবার টুইটে বাবুল বলেন, ‘খড়্গপুরে ২০২৪-এ জিততে পারলে আমার সঙ্গে চোখে চোখ রেখে কথা বলার যোগ্যতা অর্জন করবেন দিলীপবাবু।’ এমনকি সেখানে দিলীপকে 'লজ্জাহীন' বলে মন্তব্য করেন বালিগঞ্জের বিধায়ক।

Advertisement

শনিবার আনন্দবাজার অনলাইনের অ-জানাকথার অনুষ্ঠানে বাবুলকে কটাক্ষ করে দিলীপ বলেছিলেন, ‘‘বাবুলদার সঙ্গে আমার ঝামেলা কিছু ছিল না। বাবুলদা একজন শিল্পী। রাজনীতিতে খুব একটা ফিট হন না শিল্পীরা।’’ বিজেপিতে থাকার সময় বাবুলকে কড়া হাতে নিয়ন্ত্রণ করতেন বলেও দাবি করেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি। বলেন, ‘‘আমি কড়া ভাবে বলেছি। এখানে চলবে না। এটা বিজেপি। এটা দিলীপ ঘোষ চালায়। চোখে চোখ রেখে বলেছি। সবাইকে বলতাম।’’ তারই প্রেক্ষিতে রবিবার দিলীপকে নিশানা করেন বাবুল। আসানসোলে তাঁকে হারাতে চেষ্টা করেছিলেন বলেও দাবি করেন তিনি। তাঁর কথায়, ‘২০১৯-এ লোকসভা নির্বাচনে আসানসোলে আমাকে হারাতে নিজের সংগঠনকে কাজে লাগিয়েছিলেন দিলীপ। কিন্তু পারেননি। ২ লাখের বেশি ভোটে জিতেছিলাম।’

Advertisement

সম্প্রতি হওয়া দু’টি নির্বাচনের প্রসঙ্গ টেনে নিজের প্রাক্তন দলের নেতাকে কটাক্ষ করেন বাবুল। তিনি বলেন, ‘আসানসোলে ৩ লাখে হেরে, বালিগঞ্জে জামানত জব্দ হওয়া সত্ত্বেও আপনি আছেন অপনিতেই, লজ্জাহীন।’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement