Firing

firing: কালিয়াচকে পুলিশকে লক্ষ্য করে গুলি মাদক কারবারির, লক্ষ্যভ্রষ্ট হয়ে গুরুতর জখম যুবক

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গুলিবিদ্ধ যুবকের নাম রাজীব শেখ। তাঁর বাড়ি বৈষ্ণবনগর থানার কুম্ভীরাতে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা 

শেষ আপডেট: ১৫ জানুয়ারি ২০২২ ০১:০১
Share:

গুলিবিদ্ধ যুবক। নিজস্ব চিত্র।

পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠল এক মাদক কারবারির বিরুদ্ধে। শুক্রবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে মালদহের কালিয়াচকের বালিয়াডাঙ্গায়। মাদকের লেনদেনের বিরুদ্ধে অভিযানে গিয়েছিল পুলিশের একটি দল। তাদের দেখেই মাদক কারবারি গুলি চালাতে শুরু করে। সেই গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে স্থানীয় এক যুবকের তলপেটে লাগে। আশঙ্কাজনক অবস্থায় তাকে মালদহ মেডিক্যালে ভর্তি করানো হয়েছে।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গুলিবিদ্ধ যুবকের নাম রাজীব শেখ। তাঁর বাড়ি বৈষ্ণবনগর থানার কুম্ভীরাতে। যে মাদক কারবারির বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ উঠেছে, পিছু ধাওয়া করে তাকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম আসমাউল শেখ। তার বাড়ি কালিয়াচকের কলেজ মোড়ে।

পুলিশের দাবি, ধৃতের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র ছাড়াও প্রায় ৪০০ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয়েছে। তবে অভিযুক্ত মাদক কারবারির এক সঙ্গী পালিয়েছে। তাঁর খোঁজে তল্লাশি শুরু করেছে কালিয়াচক থানার পুলিশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement