পরিচর্যা: উদ্ধার হওয়া শিশুটিকে নিয়ে হাসপাতালের নার্স। নিজস্ব চিত্র
গায়ে নেই একটুও কাপড়। ঠান্ডায় জবুথবু অবস্থায় ধানজমিতে মিলল সদ্যোজাত এক শিশুকন্যা। বৃহস্পতিবার সকালে মালদহের হবিবপুর থানার সাহাপাড়ায়। ভোরে সদ্যোজাত শিশুটিকে কেউ নির্জন ধানজমিতে ফেলে গিয়েছে বলে সন্দেহ স্থানীয় বাসিন্দাদের। তাঁরাই শিশুটিকে উদ্ধার করে ভর্তি করেন হাসপাতালে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
পুলিশ জানিয়েছে, ঠান্ডায় অনেকক্ষণ খোলা মাঠে পড়ে থাকায়অসুস্থ হয়ে পড়েছে শিশুটি। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে তাকে চাইল্ড ওয়েলফেয়ার কমিটির হাতে তুলে দেওয়া হবে। শিশুটিকে কে বা কারা ফেলে গিয়েছে, তা জানার চেষ্টা চলছে বলে জানিয়েছেন মালদহের পুলিশ সুপার অলোক রাজোরিয়া। তিনি বলেন, ‘‘সদ্যোজাত শিশুকে মাঠে ফেলে দেওয়ার ঘটনা নিন্দনীয়। তদন্ত শুরু হয়েছে।’’
স্থানীয় সূত্রে খবর, এ দিন সকালে হবিবপুর ব্লকের সাহাপাড়ায় বুলবুলচণ্ডী-নিমবাড়ি রাজ্য সড়কের পাশে ধানজমি থেকে শিশুর কান্নার শব্দ শুনতে পান প্রাতর্ভ্রমণকারীরা। রাজ্য সড়ক থেকে ২০০ মিটার দূরে ধানজমিতে গিয়ে তাঁরা দেখেন, একটি সদ্যোজাত শিশু সেখানে পড়ে রয়েছে। বুলবুলচণ্ডীর বাসিন্দা উদয় সরকার বলেন, ‘‘শিশুকন্যার নাক দিয়ে রক্তও বের হচ্ছিল।’’
ঘটনায় হইচই পড়ে যায় এলাকায়। স্থানীয় বাসিন্দারা ওই শিশুটিকে উদ্ধার করে নিয়ে যান বুলবুলচণ্ডী গ্রামীণ হাসপাতালে। প্রাথমিক চিকিৎসার পরে শিশুটিকে ‘রেফার’ করা হয় মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। হাসপাতালের সুপার অমিতকুমার দাঁ বলেন, ‘‘শিশুটির শারীরিক সমস্যা রয়েছে। তবে ওয়ার্ডে নজরদারিতে তাকে রেখে চিকিৎসা করা হচ্ছে।’’