এখানেই পাওয়া যায় ছাত্রীর দেহ। —নিজস্ব চিত্র।
পরীক্ষা কেন্দ্রে যাওয়ার সময় ট্রেন থেকে পড়ে মৃত্যু হল এক মাধ্যমিক পরীক্ষার্থীর। সোমবার সকালে এই ঘটনা ঘটেছে জলপাইগুড়ির মালবাজারে। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। তবে কী ভাবে ওই ছাত্রী ট্রেন থেকে পড়ে গেলেন তা নিয়ে রহস্য দানা বেঁধেছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ছাত্রীর নাম শ্বেতা চিক বরাইক। সে ডামডিম রেল কোয়ার্টারের বাসিন্দা। তার বাবা অশোক চিক বরাইক পেশায় রেলকর্মী। শ্বেতা ডামডিম গজেন্দ্র বিদ্যামন্দিরের ছাত্রী ছিল। ওদলাবাড়ি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে পরীক্ষাকেন্দ্র শ্বেতার। ডামডিমের বেশ কয়েক জন ছাত্রী ওদলাবাড়ি স্কুলে মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছিল। সেই দলে ছিল শ্বেতাও। ডামডিম থেকে চ্যাংড়াবান্ধা যাওয়ার ট্রেন ধরেছিল পড়ুয়াদের ওই দলটি। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, ওদলাবাড়ি স্টেশনের আগে রেল সেতুর কাছে ট্রেন থেকে পড়ে যায় শ্বেতা। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
শ্বেতা কী ভাবে ট্রেন থেকে পড়ল তা নিয়ে রহস্য দানা বেঁধেছে। তদন্ত শুরু করেছে রেলপুলিশ।