সেই বিশালাকৃতির বোয়াল মাছ। — নিজস্ব চিত্র।
আক্ষরিক অর্থেই রাঘব বোয়াল ধরলেন দুই শখের মৎস্যজীবী। জলপাইগুড়ি করলা নদী থেকে হাত ছিপে প্রায় ২০ কিলোগ্রাম ওজনের বোয়াল মাছ ধরলেন দুই যুবক। ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে এলাকায়।
জলপাইগুড়ি শহরের বাসিন্দা বিষ্ণু রায় এবং তাপস মজুমদারের নেশা মাছ ধরা। প্রতি দিন সকালে দুই বন্ধু নিয়ম করে মাছ ধরেন করলা নদীতে। শনিবার সকালে তাঁরা নৌকায় চড়ে মাছ ধরতে নামেন নদীতে। বঁড়শিতে টোপ লাগিয়ে নদীতে ছিপ ফেলছিলেন তাঁরা। সেই সময় মস্ত ওই বোয়াল মাছটি খেয়ে ফেলে তাদের টোপ বঁড়শিতে গেঁথে যায়। এর পর ঘন্টা চারেকের চেষ্টায় তাঁরা মাছটিকে কাবু করেন। নদীর পাড়ে তোলেন মাছটিকে। মাছশিকারি বিষ্ণু বলেন, ‘‘আমরা এ দিন পোনা মাছ ধরবেন বলে শ্যাওলা টোপ দিয়ে ছিপ ফেলছিলেন। আচমকা বঁড়শিতে বোয়াল মাছ গেঁথে যায়। প্রায় চার ঘন্টার চেষ্টায় আমরা মাছটিকে নদী থেকে ডাঙায় তুলি।’’
ছিপে বড় মাছ ওঠার খবর পেয়ে করলা নদীর বাবুঘাট সংলগ্ন এলাকায় ভিড় জমান আশপাশের বাসিন্দারা। সঞ্জয় হেলা নামে মাছ দেখতে আসা এক যুবক বলেন। ‘‘অনেক দিন পর এত বড় আকারের বোয়াল মাছ হাত ছিপে ধরা পড়ল।’’ স্থানীয় মৎস্যজীবীদের অনুমান, রুপোলি বোয়াল মাছ তিস্তা নদীতে বেশি পাওয়া যায়। করলা নদীতে পাওয়া যায় সোনালি বোয়াল। কিন্তু এ বার প্রচণ্ড বর্ষা হয়েছে জলপাইগুড়িতে। সেই সময় তিস্তা নদীর জল করলা নদীতে ঢুকেছিল। আর সেই জলের সঙ্গেই পেল্লাই সাইজের রুপোলি বোয়াল মাছ করলা নদীতে এসেছে। আরও বেশ কিছু এমন মাছ পাওয়া যাবে বলে ধারণা অনেকের।