ঝড়ে গাড়ির উপর পড়ল গাছ। নিজস্ব চিত্র
দক্ষিণবঙ্গে যখন তীব্র দাবদাহ, তখন অন্য ছবি উত্তরবঙ্গে। পাহাড়ের বিস্তৃত অঞ্চল জুড়ে কয়েক মিনিটের জন্য প্রবল ঝড় হল। ঝড়ের দাপটে কালিঝোরার কাছে একটি গাড়ির উপর গাছ পড়ে যায়। গাড়ি থেকে কোনক্রমে পালিয়ে বাঁচেন যাত্রীরা। এর ফলে ১০ নম্বর জাতীয় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
বৃষ্টি না হলেও পাহাড়ের বিস্তীর্ণ এলাকায় স্বল্প সময়ের জন্য ঝড় হয়। তবে সেই ঝড়ের তীব্রতা ছিল প্রবল। সেবক পার করে কালিঝোরার কাছে বিশাল আকৃতির একটি গাছ ১০ নম্বর জাতীয় সড়কে চলমান একটি গাড়ির উপর পড়ে। এর ফলে ব্যাহত হয় যান চলাচল। জানা গিয়েছে, এই ঝড়ে আরও একাধিক জায়গায় গাছ পড়েছে। প্রশাসনের পক্ষ থেকে গাছ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়।
পাহাড়ে কোথাও বৃষ্টি না হলেও ডুয়ার্সের কয়েকটি এলাকায় মঙ্গলবার শিলাবৃষ্টি হয়েছে।