সোমবার কোচবিহারে এনএন পার্কে জেলা প্রশাসনের উদ্যোগে কর্মীদের বাইক প্রদান করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোচবিহারের জেলাশাসক পবন কাদিয়ান, পুলিশ সুপার সুমিত কুমার, অতিরিক্ত পুলিশ সুপার কুমার সানি রাজ-সহ বনদফতরের আধিকারিকেরা। জেলা প্রশাসনের পক্ষ থেকে ১৩১টি বাইক বিভিন্ন সরকারি দফতরের কর্মীদের প্রদান করা হয়।
ফাইল ছবি
গ্রামের প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে যাবেন সরকারি আধিকারিকেরা। সেই লক্ষ্যেই এ বার কোচবিহার জেলা প্রশাসনের পক্ষ থেকে তাঁদের হাতে মোটরবাইকের চাবি তুলে দিল জেলা প্রশাসন। সেই বাইকে করে তাঁরা গ্রামের ভিতরে গিয়ে সরকারি পরিষেবা পৌঁছে দেবেন।
সোমবার কোচবিহারে এনএন পার্কে জেলা প্রশাসনের উদ্যোগে কর্মীদের বাইক প্রদান করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোচবিহারের জেলাশাসক পবন কাদিয়ান, পুলিশ সুপার সুমিত কুমার, অতিরিক্ত পুলিশ সুপার কুমার সানি রাজ-সহ বনদফতরের আধিকারিকেরা। জেলা প্রশাসনের পক্ষ থেকে ১৩১টি বাইক বিভিন্ন সরকারি দফতরের কর্মীদের প্রদান করা হয়।
বর্তমানে বিভিন্ন প্রশাসনিক কাজে গ্রামে যেতে সাদা অ্যাম্বাসাডর ব্যবহার করা হয়। কিন্তু এ বার সেই কাজে বাইক ব্যবহারে জোর দিতে চাইছে প্রশাসন। এর পিছনে প্রশাসনের অন্দরে দু’টি যুক্তি রয়েছে। প্রথম যুক্তি, অ্যাম্বাসাডর নিয়ে গ্রামের প্রত্যন্ত অঞ্চলে যাওয়া বেশ সমস্যার, সে ক্ষেত্রে বাইক নিয়ে দ্রুত গ্রামে পৌঁছে যাওয়া যায়। তা ছাড়া অ্যাম্বাসাডরের কোনও যন্ত্রাংশ খারাপ হয়ে পড়ে থাকলে সেটি সারাতে মাসের পর মাস কেটে যায়। ফলে প্রশাসনিক কাজও গতি হারায়। সে কারণে অ্যাম্বাসাডরের পাশাপাশি প্রশাসনিক কাজে মোটরবাইকও ব্যবহার করার পরিকল্পনা করা হয়েছে।
অন্য একটি যুক্তি হল, একটি অ্যাম্বাসাডর কিনতে যে খরচ পড়ে তাতে একাধিক বাইক কেনা যাবে। তা ছাড়া তেলের দাম যে হারে বাড়ছে তাতে প্রশাসনের একাংশের যুক্তি, অ্যাম্বাসাডর রাখা ‘হাতি পোষার’ শামিল। তাই এই গাডি়কে একেবারে বাতিল করে দিয়ে প্রশাসনিক কাজে বাইক ব্যবহার করতে চাইছে নবান্ন। তারই পরীক্ষমূলক প্রয়োগ চলছে কোচবিহারে।
সোমবার বাইক প্রদান শুরুর আগে কোচবিহার শহরে একটি শোভাযাত্রা বার হয়। এই শোভযাত্রার সূচনা করেন কোচবিহারের জেলাশাসক এবং পুলিশ সুপার।
একটি বেসরকারি সংস্থার সহযোগিতায় জেলার বিভিন্ন দফতকে ১৩১টি মোটরসাইকেল তুলে দেওয়া হয়। এর মধ্যে ৬০টি দেওয়া হয় জেলা পুলিশের হাতে, ১২টি ভূমি ও ভূমি সংস্কার দফতরের হাতে এবং বন দফতরের হাতে ২৪টি বাইক তুলে দেওয়া হয়। জেলাশাসক পবন কাদিয়ান বলেন, ‘‘এর ফলে সরকারি কাজে অনেকটাই গতি আসবে।’’ এই উদ্যোগ সফল হলে আগামী দিনে আরও বাইক দেওয়া হবে বলেও জানান তিনি।