Kaliagunj

রাস্তার পাশে পড়ে অজ্ঞাতপরিচয়ের দেহ, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা, চাঞ্চল্য কালিয়াগঞ্জে

কী ভাবে ওই এলাকায় মৃতদেহ এল, তা নিয়ে রহস্য ঘনাচ্ছে। খুন করে কেউ দেহ ফেলে দিয়ে গিয়েছে কি না, তা নিয়েও ভাবাচ্ছে তদন্তকারীদের।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৪ ১০:২২
Share:

প্রতিনিধিত্বমূলক ছবি।

প্রাতর্ভ্রমণে বেরিয়ে স্থানীয়দের নজরে পড়ে রাস্তার পাশে পড়ে এক ব্যক্তির দেহ। রবিবার সকালে ঘটনাটিকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে। মৃতের পরিচয় এখনও জানা যায়নি।

Advertisement

স্থানীয় সূত্রে খবর, কালিয়াগঞ্জ পুরসভার শিমূলতলা এলাকায় রাজ্য সড়কের উপর এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়েরা। নজরে আসতেই পুলিশকে খবর দেন তাঁরা। খবর পেয়ে পুলিশ এসে দেহটি উদ্ধার করে কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

কী ভাবে ওই এলাকায় মৃতদেহ এল, তা নিয়ে রহস্য ঘনাচ্ছে। খুন করে কেউ দেহ ফেলে দিয়ে গিয়েছে কি না, তা নিয়েও ভাবছেন তদন্তকারীরা। মৃত্যুর কারণ এখনও স্পষ্ট নয়। পুলিশ মৃত ব্যক্তির নাম এবং পরিচয় জানার চেষ্টা করছে। ময়নাতদন্তের পরই মৃত্যুর আসল কারণ জানা সম্ভব হবে বলে পুলিশ সূত্রে খবর।

Advertisement

সুজয় সাহা নামে এক এলাকাবাসীর কথায়, ‘‘প্রাতর্ভ্রমণের সময় বিষয়টা শুনলাম। শুনে ঘটনাস্থলে গিয়ে দেখি এক জন উপুড় হয়ে পড়ে রয়েছে। পুলিশ এসে দেহ নিয়ে গিয়েছে। কে ওই ব্যক্তি, তা আমরা জানি না।’’ অজ্ঞাতপরিচয় ব্যক্তির দেহ পড়ে থাকাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement