চিতাবাঘের দেহ উদ্ধার। নিজস্ব চিত্র।
আলিপুরদুয়ারের কালচিনিতে বৃহস্পতিবার একটি পূর্ণবয়স্ক চিতাবাঘের দেহ উদ্ধার হল। সকালে রুটিন টহলের সময় প্রথমে পচা গন্ধ পান বনকর্মাীরা। তারপর খুঁজতে খুঁজতে একটি নালার মতো জায়গায় দেহটি দেখতে পান। সেটিকে উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছেন বনকর্মীরা।
বক্সা ব্যাঘ্র প্রকল্পের আওতাধীন রাজাভাতখাওয়া রেঞ্জ সূত্রে জানা গিয়েছে, কালচিনি বিভাগের রাজাভাতখাওয়া চা বাগানের ১৯ নম্বর লাইন থেকে চিতাবাঘের দেহটি উদ্ধার করা হয়েছে। বক্সা ব্যাঘ্র প্রকল্পের আধিকারিক শুভঙ্কর সেনগুপ্ত বলেন, “মৃত চিতাবাঘটি প্রাপ্তবয়স্ক। তবে পুরুষ না স্ত্রী সেটা এখনও শণাক্ত করা যায়নি। আর মৃত্যুর কারণ ময়নাতদন্তের পরেই নির্দিষ্ট করে জানা যাবে।”