drowning

হাসপাতাল থেকে পালানো যুবকের দেহ ভেসে উঠল ঘিস নদীতে

গত কয়েকদিন ধরেই চলছে বৃষ্টির দাপট। সেই কারণেই ঘিস নদীর জলস্তর বেড়েছে অনেকটাই।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ জুলাই ২০২১ ২১:৪৩
Share:

প্রতীকী ছবি

হাসপাতাল থেকে পালিয়ে যাওয়া যুবকের দেহ উদ্ধার করা হল হল জলপাইগুড়ির মাল ব্লকের ওদলাবাড়ি সংলগ্ন ঘিস নদী থেকে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার সকালে ঘিস নদীতে ওই যুবকের মৃতদেহ ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। তাঁরা মালবাজার থানায় খবর দেন। পুলিশ এসে দেহ উদ্ধার করে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি পাঠানো হয়েছে।

Advertisement

মৃতের নাম সঞ্জিব শ (২৬)। বাড়ি ওদলাবাড়ি চাকামিস্ত্রী এলাকায়। জানা গিয়েছে, এই যুবক শুক্রবার রাতে অতিরিক্ত মদ্যপানের জন্য অসুস্থ হয়ে ওদলাবাড়ি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। রাতেই তিনি পালিয়ে যান। সকালে ঘিস নদীতে মৃত অবস্থায় উদ্ধার হয় তাঁর দেহ। স্থানীয়দের অনুমান, মদ্যপ অবস্থায় নদীতে নেমে তলিয়ে গিয়েছেন তিনি।

Advertisement

গত কয়েকদিন ধরেই চলছে বৃষ্টির দাপট। সেই কারণেই ঘিস নদীর জলস্তর বেড়েছে অনেকটাই। এলাকার বাসিন্দারা বলেছেন, নদীর জলস্তর বেড়ে যাওয়ায় বিপজ্জনক হয়েছে নদী তীরবর্তী এলাকা। মনে করা হচ্ছে, সেই কারণেই নদীর জলে তলিয়ে গিয়েছে যুবক।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement