করোনা ধরা পড়ল কলেজ শিক্ষিকার। প্রতীকী ছবি।
করোনা আক্রান্ত অধ্যাপিকা। তার জেরে সংক্রমণের আতঙ্ক ছড়াল মালদার চাঁচল কলেজে। মঙ্গলবার রিপোর্ট পজিটিভ আসে ওই কলেজ শিক্ষিকার।
কলেজ সূত্রে জানা গিয়েছে, গত কয়েক দিন ধরে করোনার উপসর্গ ছিল চাঁচল কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ওই শিক্ষিকা। সোমবার তিনি কলকাতা থেকে চাঁচলে ফিরেছিলেন। মঙ্গলবার যান কলেজেও। দু’দিন আগে তিনি করোনা পরীক্ষা করিয়েছিলেন। মঙ্গলবার তিনি কলেজে আসার পর জানতে পারেন তাঁর করোনা পজেটিভ। ওই কলেজ শিক্ষিকা চাঁচল শহরেই থাকেন। তাঁর করোনা ধরা পড়ায় সংক্রমণের আতঙ্ক ছড়িয়েছে তাঁর সহকর্মী এবং পড়ুয়াদের মধ্যে। কলেজে জীবাণুনাশক ছড়ানো হয়েছে। এ নিয়ে চাঁচল কলেজের কোষাধ্যক্ষ সুরজিৎ চট্টোপাধ্যায় বলেন, ‘‘আজ ওই কলেজ শিক্ষিকা কলেজে এসেছিলেন। তার পর আমরা জানতে পারি তাঁর করোনা হয়েছে। আমরা আতঙ্কে আছি। কলেজ বন্ধ রাখা প্রয়োজন।’’
চাঁচলের মহকুমাশাসক কল্লোল রায় বলেন, ‘‘আমরা যথাযথ ব্যবস্থা নিচ্ছি। বর্তমানে ওই অধ্যাপিকা নিভৃতবাসে রয়েছেন। পাশাপাশি কলেজের সমস্ত শিক্ষক, অধ্যাপক অধ্যাপিকা এবং চতুর্থ শ্রেণির কর্মীদেরও করোনা পরীক্ষা করা হবে। আশা করি কলেজ বন্ধ করা হবে।’’