Thunderstorm in Malda

মামাবাড়িতে ঘুরতে গিয়ে বাজ পড়ে মৃত্যু ১২ বছরের কিশোরের, শোকের ছায়া মালদহের ইংরেজবাজারে

মামাবাড়িতে ঘুরতে গিয়েছিল ষষ্ঠ শ্রেণির পড়ুয়া রোহিত মণ্ডল। বৃষ্টিতে ভিজতে ছাদে উঠেছিল সে। সেখানেই বাজ পড়ে মৃত্যু হয় তার। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে গিয়েও প্রাণে বাঁচানো যায়নি।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

ইংরেজবাজার শেষ আপডেট: ০৬ জুলাই ২০২৪ ২১:৪৩
Share:

—প্রতিনিধিত্বমূলক ছবি।

মামাবাড়িতে ঘুরতে গিয়ে বাজ পড়ে মৃত্যু হল ১২ বছরের কিশোরের। শনিবার ঘটনাটি ঘটেছে মালদহের ইংরেজবাজার থানা এলাকার লক্ষ্মীপুরে।

Advertisement

মামাবাড়িতে ঘুরতে গিয়েছিল ষষ্ঠ শ্রেণির পড়ুয়া রোহিত মণ্ডল। বৃষ্টিতে ভিজতে ছাদে উঠেছিল সে। সেখানেই বাজ পড়ে মৃত্যু হয় তার। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে গিয়েও তাকে প্রাণে বাঁচানো যায়নি। জানা গিয়েছে, ওই কিশোরের বাড়ি জেলারই জোতগোপাল এলাকায়।

অন্য দিকে, শনিবার প্রবল বৃষ্টির কারণে মালদহে রেললাইনে ধস নামে। গৌড় মালদহ এবং জামিরঘাটা স্টেশনের কাছে ওই ধস নামে। প্রায় ৩০ মিনিটের জন্য আটকে যায় বন্দে ভারত এক্সপ্রেস। ঘটনাস্থলে পৌঁছন রেলকর্তারা। মেরামতির কাজ করার পর ধীর গতিতে ট্রেন চলাচল শুরু হয়।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement