বন দফতরের জালে সেই ভালুক। নিজস্ব চিত্র
আবারও ডুয়ার্সের চা বাগান থেকে উদ্ধার হল ভালুক। সোমবার আলিপুরদুয়ার জেলার ডিমা চা বাগান থেকে ভালুকটিকে উদ্ধার করেন বনকর্মীরা। ঘুমপাড়ানি গুলি করে ভালুকটিকে কাবু করা হয়।
সোমবার চা বাগানে কাজ করতে গিয়ে শ্রমিকরা ভালুকটিকে দেখতে পান। এর পর তাঁরা বন কর্মীদের খবর দেন। বন দফতর সূত্রে জানা গিয়েছে, বনকর্মীরা ঘটনাস্থলে গিয়ে কিছু ক্ষণের চেষ্টায় ভালুকটিকে ঘুমপাড়ানি গুলি করে কাবু করে। এর পর তাঁরা জাল দিয়ে ভালুকটিকে ঘিরে পাকড়াও করে নিয়ে যান।
বন দফতর সূত্রে খবর, উদ্ধার হওয়া ওই ভালুকটির বয়স বছর তিনেক। সেটি হিমালয়ান ব্ল্যাক বিয়ার প্রজাতির মাদি ভালুক। তার স্বাস্থ্য পরীক্ষার পর বক্সা ব্যাঘ্র প্রকল্পের গভীর অংশে ছেড়ে দেওয়া হয়েছে।