—প্রতীকী ছবি।
একই গ্রাম পঞ্চায়েতের দু’জন বিজেপি কর্মীর বাড়ির সামনে থেকে উদ্ধার হল ব্যাগ ভর্তি বোমা। এই ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার সকালে চাঞ্চল্য ছড়াল কোচবিহার খাবাইডাঙা গ্রাম পঞ্চায়েতের ২৮৭ ও ২৮৮ নম্বর বুথ এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পুন্ডিবাড়ি থানার পুলিশ এসে বোমাগুলি উদ্ধার করে নিয়ে যায়। অভিযোগ, ২৮৭ নম্বর বুথের বিজেপি কর্মী তথা পঞ্চায়েত নির্বাচনে বিজেপির প্রার্থী অভিজিৎ সরকারের বাড়ির সামনে শুক্রবার রাতে কে বা কারা বোমা গিয়েছেন। অভিজিৎ বলেন, ‘‘এ বার পঞ্চায়েত নির্বাচনে বিজেপি হয়ে ভোটে দাঁড়িয়ে ছিলাম আমি। সকালে আমার মা বাড়ি থেকে বেরোনোর সময় গেটের সামনে একটি ব্যাগ ঝোলানো অবস্থায় দেখতে পান। ব্যাগটি খুলে দেখা যায়, ভিতরে বেশ কয়েকটি বোমা রয়েছে। রাতের অন্ধকারে কে বা কারা এই বোম রেখে গিয়েছে, তা আমি জানি না।’’
ওই গ্রাম পঞ্চায়েতের ২৮৮ নম্বর বুথের বিজেপি কর্মী মনোজ রায়ের বাড়ির সামনে থেকেও বোমা মিলেছে। স্থানীয় সূত্রে খবর, মনোজ পঞ্চায়েত নির্বাচনে বিজেপির হয়ে কাজ করেছে। অভিযোগ, নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই তাঁর বাড়িতে একাধিক বার ঢিল ছোড়ার ঘটনা ঘটেছে। শুক্রবার সকালে মনোজের বাড়ির সামনে ব্যাগ ভর্তি বোমা পড়ে থাকাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়ায় এলাকায়। মনোজ বলেন, ‘‘যাঁরা এই ঘটনা ঘটিয়েছে, পুলিশ অবিলম্বে তাঁদের শনাক্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করুক।’’