র‌্যাগিংয়ে আট ছাত্রের সাজা জলপাইগুড়িতে

র‌্যাগিংয়ের অভিযোগে আট ছাত্রর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিল জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ৷ যার জেরে কলেজের চতুর্থ বর্ষের ছাত্রদের বিক্ষোভে এ দিন উত্তেজনা ছড়াল ওই কলেজে৷ সন্ধ্যা পর্যন্ত কলেজের শিক্ষক ও কর্মীদের আটকে রেখে বিক্ষোভ দেখান তাঁরা৷

Advertisement

নিজস্ব সংবাদদাতা

জলপাইগুড়ি শেষ আপডেট: ২৫ অগস্ট ২০১৬ ০২:৩২
Share:

র‌্যাগিংয়ের অভিযোগে আট ছাত্রর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিল জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ৷ যার জেরে কলেজের চতুর্থ বর্ষের ছাত্রদের বিক্ষোভে এ দিন উত্তেজনা ছড়াল ওই কলেজে৷ সন্ধ্যা পর্যন্ত কলেজের শিক্ষক ও কর্মীদের আটকে রেখে বিক্ষোভ দেখান তাঁরা৷ ঘটনাচক্রে, শাস্তি পাওয়া আট ছাত্রই চতুর্থ বর্ষে পড়াশোনা করে৷

Advertisement

কলেজ সূত্রে জানা গেছে, চতুর্থ বর্ষের ওই আট ছাত্রের মধ্যে দু’জন ছ’মাসের মধ্যে কোনও পরীক্ষায় বসতে পারবেন না। অর্থাৎ, তাঁদের একটি সেমেস্টার দেওয়া হবে না। বাকি ছয় ছাত্রের স্কলারশিপ বাতিল করা হয়েছে৷ আট ছাত্রকেই তাঁদের শাস্তির কথা জানিয়ে দেওয়া হয়েছে৷ যার জেরেই এ দিনের বিক্ষোভ৷

চতুর্থ বর্ষের ওই ছাত্রদের বিরুদ্ধে র‌্যাগিংয়ের অভিযোগ এনেছিলেন দ্বিতীয় বর্ষের পড়ুয়ারা৷ কলেজ সূত্রের খবর, গত ১১ অগস্ট দ্বিতীয় বর্ষের পড়ুয়ারা চতুর্থ বর্ষের পড়ুয়াদের বিরুদ্ধে হস্টেলে ঢুকে মারধরের অভিযোগ তোলে৷ প্রাথমিক ভাবে কলেজ কর্তৃপক্ষ দু’পক্ষের সঙ্গে বসেই সমস্যা মেটানোর চেষ্টা করেন৷ কিন্তু তার মাঝেই দ্বিতীয় বর্ষের পড়ুয়ারা চতুর্থ বর্ষের পড়ুয়াদের বিরুদ্ধে কলেজ কর্তৃপক্ষের কাছে সরাসরি র‌্যাগিংয়ের লিখিত অভিযোগ দায়ের করেন৷ যার পরিপ্রেক্ষিতে কলেজ কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠন করেন৷ তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতেই অ্যান্টি র‌্যাগিং কমিটি আট ছাত্রের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয় বলে কলেজ কর্তৃপক্ষ জানিয়েছেন৷ কলেজ সূত্রের খবর, এই আট পড়ুয়ার বিরুদ্ধে আগেও অভিযোগ উঠেছিল৷ সেই সময় তাদের সতর্কও করা হয়েছিল৷

Advertisement

শাস্তির কথা চাউর হতেই এ দিন দুপুর থেকেই আন্দোলনে নামেন চতুর্থ বর্ষের পড়ুয়ারা৷ কলেজের সমস্ত গেট আটকে দিয়ে কর্তৃপক্ষের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে শুরু করে তাঁরা৷ ঘটনাচক্রে কলেজের অধ্যক্ষ প্রদীপকুমার সাহা এ দিন কলেজে ছিলেন না৷ কলেজের অন্যান্য শিক্ষকরা বোঝানোর পর সন্ধ্যা নাগাদ আন্দোলন ওঠে৷ কলেজ সূত্রের খবর, শুক্রবার কলেজে অধ্যক্ষের যাওয়ার কথা৷ সেদিন চতুর্থ শ্রেণী পড়ুয়ারা তাঁর সঙ্গে আলোচনায় বসবেন৷

তবে প্রদীপবাবু জানিয়েছেন, সব দিক দেখে আলোচনা করেই শাস্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ ফলে এদিন পড়ুয়ারা আন্দোলন করলেও, ওই আট ছাত্রের বিরুদ্ধে শাস্তি ওঠানোর কোনও প্রশ্নই নেই৷ তাঁদের বিরুদ্ধে শাস্তি বলবৎ থাকছে৷

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement