Accident

Accident: বীরপাড়ায় পথ দুর্ঘটনা, দু’টি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে জখম ২ সেনা কর্মী-সহ ৭

গবাদি পশু বোঝাই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সামরিক বাহিনীর জিনিসপত্র বোঝাই ট্রাকটিকে মুখোমুখি ধাক্কা মারে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ জানুয়ারি ২০২২ ২১:২১
Share:

মুখোমুখি সংঘর্ষ দু’টি ট্রাকের। নিজস্ব চিত্র

এশিয়ান হাইওয়েতে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। শুক্রবার জলপাইগুড়ির বীরপাড়ার এথেলবাড়ির কাছে দু’টি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত হলেন সাত জন। তাঁদের মধ্যে দুই সেনাকর্মীও রয়েছেন। আহতদের পাঁচ জনকে গুরুতর জখম অবস্থায় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সামরিক বাহিনীর জিনিসপত্র বোঝাই একটি ট্রাক শিলিগুড়ির দিকে যাচ্ছিল। উল্টো দিক থেকে গরু বোঝাই একটি ট্রাক শিলিগুড়ি থেকে অসমের দিকে যাচ্ছিল। গবাদি পশু বোঝাই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সামরিক বাহিনীর জিনিসপত্র বোঝাই ট্রাকটিকে মুখোমুখি ধাক্কা মারে। এতে চালক এবং দুই সেনা কর্মী আটকে পড়েন।

Advertisement

গবাদি পশু বোঝাই ট্রাকটি পুলিশ আটক করেছে। বীরপাড়া থানার ওসি প্রেমকুমার থামি জানিয়েছেন, ওই দুর্ঘটনার তদন্ত শুরু হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement