Accident

Accident: বিয়েবাড়ি থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে, শিশু-মহিলা-সহ মালদহে মৃত চার

লানসা থেকে একটি মোটরচালিত ভ্যানে চড়ে ১২ জন গিয়েছিলেন বিয়েবাড়ি। সেখান থেকে ফেরার পথে দুর্ঘটনা ঘটে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

হবিবপুর শেষ আপডেট: ২৩ জুন ২০২২ ১১:৩৭
Share:

মৃত্যুতে শোকের ছায়া এলাকায়। — নিজস্ব চিত্র।

বিয়েবাড়ি থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হল চার জনের। এই ঘটনা মালদহ জেলার হবিবপুর থানার জাজল গ্রাম পঞ্চায়েতের গোয়ালবাড়ি এলাকায়। দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।

Advertisement

নিহতরা হলেন অমল মাহাতো (৪০), তাঁর স্ত্রী শুকুরমণি মাহাতো (৩৫), সুকুমার টুডু (৪০) এবং অভিজিৎ হাঁসদা (৪)। তাঁরা হবিবপুর থানার কানতুর্কা গ্রাম পঞ্চায়েতের লানসা এলাকার বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, লানসা থেকে একটি মোটরচালিত ভ্যানে ১২ জন নিমন্ত্রণ খেতে গিয়েছিলেন হবিবপুর থানার মানিকরা এলাকায়। সেখান থেকে বাড়ি ফেরার পথে গোয়ালবাড়ি এলাকায় একটি পিক আপ ভ্যান ওই গাড়িটিতে ধাক্কা মারে। আহতদের তড়িঘড়ি উদ্ধার করে স্থানীয় বুলবুলচণ্ডী আরএন রায় গ্রামীণ হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে অভিজিৎ এবং শুকুরমণির মৃত্যু হয়। বাকিদের রাতে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে অমল মাহাতো এবং সুকুমারের মৃত্যু হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন বাকিরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement