পাহাড় সফরের দ্বিতীয় দিনে মুখ্যমন্ত্রী। নিজস্ব চিত্র
বৈঠকের পর মুখ্যমন্ত্রী বলেন, ‘‘সকলেই চাইছেন জিটিএ নির্বাচন হোক, পঞ্চায়েত নির্বাচন হোক। জিটিএ নির্বাচন যাতে দু-তিন মাসের মধ্যে করা চায় তার চেষ্টা করছি।’’
দার্জিলিংয়ে চার দলের সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকের পৃথক রাজ্যের দাবি থেকে সরে আসার কথা জানাল গোর্খা জনমুক্তি মোর্চা।
হাঁটতে হাঁটতে ফেরার সময় দার্জিলিং চিড়িয়াখানারা কাছে একটি শিশুকে কোলে তুলে নেন মুখ্যমন্ত্রী। তাকে আদর করে ফের মায়ের কাছে ফিরিয়ে দেন। সেখান থেকে চৌরাস্তা হয়ে দার্জিলিং এসপি আবাস হয়ে চৌরাস্তা ধরে পৌঁছে যান রিচমন্ড হিলে।
উত্তরবঙ্গ সফরের দ্বিতীয় দিনে সকালে অভ্যাস অনুযায়ী দার্জিলিংয়ের রিচমন্ড হিল থেকে প্রাতঃভ্রমণে বেরিয়ে পড়েন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। কথা বলেন স্থানীয় মানুষজন ও ব্যবসায়ীদের সঙ্গে।
পাহাড়ে জনসংযোগ। সোমবার। নিজস্ব চিত্র