West Bengal Panchayat Election 2023

তপনে বাম-তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ ১৭০ পরিবারের

বিজেপি সূত্রে খবর, মূলত আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা বাম ও তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন। মূলত এলাকার অনুন্নয়নের কারণেই এই যোগদান।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

বালুরঘাট শেষ আপডেট: ১৮ জুন ২০২৩ ২৩:১৬
Share:

—প্রতীকী চিত্র।

পঞ্চায়েত ভোটের আগে বাম ও তৃণমূল ছেড়ে তপনে দু’টি এলাকা থেকে প্রায় ১৭০টি পরিবারের ২৫০-৩০০ জন যোগদান করলেন বিজেপিতে। রবিবার বিকেলে দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকের গুড়াইল গ্রাম পঞ্চায়েতের শ্যামপুর ও গুড়াইল বুথে বিজেপির যোগদান সভা অনুষ্ঠিত হয়। সদ্য যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দেন বিজেপির জেলা সভাপতি স্বরূপ চৌধুরী। এ ছাড়াও যোগদান শিবিরে উপস্থিত ছিলেন তপনের বিজেপি বিধায়ক বুধরাই টুডু-সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব।

Advertisement

বিজেপি সূত্রে খবর, মূলত আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা বাম ও তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন। মূলত এলাকার অনুন্নয়নের কারণেই এই যোগদান। গুরাইল গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধানের ছেলে রাজেন মুর্মুর নেতৃত্বে এই যোগদান শিবির হয়।

এ প্রসঙ্গে তৃণমূলের জেলা সহ-সভাপতি সুভাষ চাকী বলেন, ‘‘কয়েকশো লোক নয়, গুটিকয়েক লোক হয়তো বিজেপিতে যোগদান করেছে। তাও যাঁরা যোগদান করেছেন, তাঁরা তৃণমূলের নন। বামফ্রন্টের হতে পারে। তৃণমূলের কেউ বিজেপিতে যোগদান করেনি।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement