—প্রতীকী চিত্র।
পঞ্চায়েত ভোটের আগে বাম ও তৃণমূল ছেড়ে তপনে দু’টি এলাকা থেকে প্রায় ১৭০টি পরিবারের ২৫০-৩০০ জন যোগদান করলেন বিজেপিতে। রবিবার বিকেলে দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকের গুড়াইল গ্রাম পঞ্চায়েতের শ্যামপুর ও গুড়াইল বুথে বিজেপির যোগদান সভা অনুষ্ঠিত হয়। সদ্য যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দেন বিজেপির জেলা সভাপতি স্বরূপ চৌধুরী। এ ছাড়াও যোগদান শিবিরে উপস্থিত ছিলেন তপনের বিজেপি বিধায়ক বুধরাই টুডু-সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব।
বিজেপি সূত্রে খবর, মূলত আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা বাম ও তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন। মূলত এলাকার অনুন্নয়নের কারণেই এই যোগদান। গুরাইল গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধানের ছেলে রাজেন মুর্মুর নেতৃত্বে এই যোগদান শিবির হয়।
এ প্রসঙ্গে তৃণমূলের জেলা সহ-সভাপতি সুভাষ চাকী বলেন, ‘‘কয়েকশো লোক নয়, গুটিকয়েক লোক হয়তো বিজেপিতে যোগদান করেছে। তাও যাঁরা যোগদান করেছেন, তাঁরা তৃণমূলের নন। বামফ্রন্টের হতে পারে। তৃণমূলের কেউ বিজেপিতে যোগদান করেনি।’’