প্রতীকী ছবি।
ট্রেনের ধাক্কায় মারা গেলেন এক কলেজ পড়ুয়া। পুলিশ জানায়, মৃতের নাম রুমকি রায় (২১)। জখম হলেন জয়শ্রী রায় নামে আরও এক পড়ুয়া। দু’জনেই ময়নাগুড়ি কলেজের ছাত্রী।
পুলিশ সূত্রের খবর, রবিবার, প্রজাতন্ত্র দিবসে ময়নাগুড়ির একটি কোচিং সেন্টার থেকে একদল পড়ুয়া ওদলাবাড়ি লাগোয়া ঘিস নদীর ধারে পিকনিক করতে আসেন। ওই দুই ছাত্রী নদীর উপর শিলিগুড়ি-আলিপুরদুয়ার রেল সেতুর উপর উঠে পড়েন। সেই সময় আলিপুরদুয়ারমুখী ডেমু প্যাসেঞ্জার ট্রেনটি সেতুতে এসে পড়ে। স্থানীয় সূত্রে খবর, ফোনে নিজস্বী তুলতে ব্যস্ত থাকায় কেউই ট্রেনটি দেখতে পাননি। ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই রুমকি মারা যান। জয়শ্রী সেতুর উপর থেকে লাফ দিয়ে নীচে পড়ে জখম হন। তাঁকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে ভর্তি করানো হয়েছে। প্রত্যক্ষদর্শীদের একাংশের দাবি, তাঁদের কানে হেডফোনও ছিল। ওই কোচিং সেন্টারের শিক্ষক চন্দন সরকারের কথায়, ‘‘ওরা কখন রেলসেতুতে ওঠে খেয়াল করিনি।’’