কৃতী: অনিকেত নন্দী ও সাহসিতা জামান। নিজস্ব চিত্র
আইসিএসই ও আইএসসি পরীক্ষায় কোচবিহারে নজরকাড়া ফল করলেন সেন্ট মেরিস স্কুলের দুই ছাত্র-ছাত্রী। আলিপুরদুয়ারে নজরকাড়া ফল করেছে স্টেপিং স্টোন স্কুলের পড়ুয়ারা। আইসিএসই পরীক্ষায় ৯৮.২ শতাংশ নম্বর পেয়েছে কোচবিহারের অনিকেত নন্দী। ওই স্কুলেরই কলা বিভাগের ছাত্রী সাহসিকা জামান আইএসসি পরীক্ষায় স্কুলে সর্ব্বোচ্চ নম্বর পেয়েছেন। তিনি ৯৭ শতাংশ নম্বর পেয়েছেন। সেন্ট মেরিস স্কুলের অধ্যক্ষ সিস্টার সেবস্তী বলেন, “ দু’টি পরীক্ষাতেই এ বারের ফল গত বারের থেকে ভাল হয়েছে।” আলিপুরদুয়ারে আইসিএসই পরীক্ষায় নজরকাড়া ফল করেছে স্টেপিং স্টোন মডেল স্কুলের অন্তরা ঘোষ। সে ৯৮ শতাংশ নম্বর পেয়েছে। ওই স্কুলের গৌরব আগরওয়ালা আইএসসি-র বাণিজ্য শাখায় ৯৬.৭৫ শতাংশ, বিজ্ঞানশাখায় অনন্যা দেবনাথ ৯৬.২৫ শতাংশ নম্বর পেয়েছেন।
আলিপুরদুয়ার শহর সংলগ্ন বীরপাড়া চৌপথির কাছে অন্তরার বাড়ি। বাবা ব্যবসায়ী। দিনে প্রায় আট থেকে দশ ঘণ্টা পড়াশোনা করতেন তিনি। আইসিএসই পরীক্ষায় কোচবিহারের সেন্ট মেরিস স্কুল থেকে এ বারে মোট ১১৪ জন পরীক্ষায় বসেছিল। আইএসসি পরীক্ষাতে কলা, বিজ্ঞান, বাণিজ্য বিভাগ মিলিয়ে পরীক্ষায় বসেন ৬১ জন। পাশের হার একশো শতাংশ। আইসিএসই-তে স্কুলে সর্ব্বোচ্চ নম্বর প্রাপক অনিকেতের বাড়ি কোচবিহারের নতুন বাজার লাগোয়া এলাকায়। বাবা বিশ্বজিৎ নন্দী বিমাকর্মী। মা পারমিতা নন্দী হাইস্কুল শিক্ষক। অনিকেতের কথায়, “ভবিষ্যতে আমি মহাকাশ বিজ্ঞান নিয়ে পড়তে চাই।”
সাহসিকা জামান বলেন, “ভবিষ্যতে রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপিকা হতে চাই।” সাহসিকার বাবা কোচবিহার বিটি অ্যান্ড ইভনিং কলেজের অধ্যাপক রফিকুজ্জামান বলেন, “মেয়ের ফলে খুশি।”