মানিকচকের ডিজে বক্স মালিকের দেহ নিয়ে ইংরেজবাজার শহরে ডেকোরেটার্সদের মৌন মিছিল। নিজস্ব চিত্র
মালদহের মানিকচকে মাইক ব্যবসায়ী পরিমল মণ্ডলকে ‘খুনের’ ঘটনায় জড়িত অভিযোগে দু’জনকে গ্রেফতার করল পুলিশ। শুক্রবার, মানিকচকের ছোট ধরমপুর থেকে অভিযুক্তদের পুলিশ গ্রেফতার করেছে। এ দিনই ধৃত দিলীপ রবিদাস ও তাঁর স্ত্রী নমিতা রবিদাসকে মালদহ জেলা আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ।
মৃত ব্যবসায়ীর দেহ নিয়ে এ দিন দুপুরে শহরে বিক্ষোভ-মিছিল করে ‘ওয়েস্ট বেঙ্গল সাউন্ড বক্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের’ মালদহ শাখা। মালদহ মেডিক্যালের মর্গ থেকে দেহ নিয়ে শহরে মিছিল করে সুকান্ত মোড়ে সংগঠনের কার্যালয়ে যান সংগঠনের নেতা, কর্মীরা। সংগঠনের সদস্য রঞ্জিৎ রায় বলেন, “নীরবতা প্রধান এলাকায় প্রশাসনের নির্দেশ মতো সাউন্ড বক্স বন্ধ করে দেওয়া হয়। প্রশাসনের নির্দেশ মানতে গিয়ে আমাদের মানিকচকের সহকর্মী পরিমল মণ্ডলকে খুন হতে হল। আমরা চাই, পুলিশ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুক।” পুলিশ ব্যবস্থা না নিলে জেলা জুড়ে কর্ম বিরতি পালনের হুঁশিয়ারি দেন তিনি।
মালদহের পুলিশ সুপার প্রদীপকুমার যাদব বলেন, “পরিবারের অভিযোগের ভিত্তিতে দু’জনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।”
বুধবার রাতে মানিকচকের ছোট ধরমপুরে সরস্বতী পুজোর বিসর্জনের শোভাযাত্রায় ডিজে বক্স বন্ধ করে দেন মালিক পরিমল মণ্ডল। অভিযোগ, উদ্যোক্তাদের একাংশ তাঁকে টাকা দিতে অস্বীকার করেন। এর পরেই, তাঁকে পিটিয়ে খুন করা হয় বলে অভিযোগ। বৃহস্পতিবার রাতে পুজোর উদ্যোক্তা দিলীপ রবিদাস তাঁর স্ত্রী নমিতা এবং আরও কয়েক জনের বিরুদ্ধে অভিযোগ করেন মৃতের পরিবার। মৃতের ভাই যুধিষ্ঠির মণ্ডল বলেন, “আমরা চাই, দাদাকে খুনের ঘটনায় জড়িত সবাইকে পুলিশ গ্রেফতার করে শাস্তি দিক।”