১২ ফুটের অজগর সাপ। নিজস্ব চিত্র
মালবাজারে লিসরিভার চা বাগানে গাছের মগডাল থেকে উদ্ধার হল ১২ ফুটের একটি অজগর সাপ। উদ্ধার করার পর স্থানীয় তারঘেরা জঙ্গল ছেড়ে দেয় বন দফতরের কর্মীরা। সাপটিকে দেখে আতঙ্ক ছড়ায় এলাকায়।
মঙ্গলবার লিসরিভার চা বাগানে ছয় নম্বর সেকশন এলাকায় একটি গাছের ডালে অজগর সাপটি ঝুলে থাকতে দেখতে পান বাগানের চা-শ্রমিককরা। তারা দ্রুত বন দফতরে খবর দেন। কিন্তু বন দফতরের কর্মীরা আসতে দেরি করায় খবর দেওয়া হয় স্থানীয় কুইক রেসপন্স টিম এবং নেচার অ্যান্ড অ্যাডভেঞ্চার সোসাইটি (ন্যাস)-কে। তারাই এসে অজগরটি গাছ থেকে নামিয়ে একটি বস্তায় ভরে।
কুইক রেসপন্স টিমের সদস্য নফসর আলি বলেন,‘‘গাছের ডাল কেটে অজগরটিকে নামানো হয়। এর পর অজগরটিকে তারঘেরা জঙ্গলে নিয়ে নিয়ে যাই। সেখানে বন দফতরের সহযোগিতায় তারঘেরা জঙ্গলে ছেড়ে দেওয়া হয়।