উদ্ধার হওয়া কিং কোবরা। নিজস্ব চিত্র।
প্রায় ১১ ফুট লম্বা কিং কোবরা ধরা পড়ল জলপাইগুড়ির ময়নাগুড়ি থানা এলাকার চাকুলার হাটে। বিশালাকায় এই সাপটিকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার সন্ধ্যায় কয়েক জন গ্রামবাসী কিং কোবরাটিকে একটি ঝোপের আড়ালে দেখতে পান। খবর চাউর হতেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সঙ্গে সঙ্গে গ্রামবাসীরা বন দফতরে খবর দেন। বনকর্মী এবং ময়নাগুড়ি পরিবেশ প্রেমী সংগঠনের সদস্যরা মিলে সাপটিকে উদ্ধার করেন। প্রাথমিক চিকিৎসার পর উদ্ধার হওয়া কিং কোবরা সাপটিকে গরুমারা জাতীয় উদ্যানে ছেড়ে দেওয়া হয়েছে বলে বনদফতর সূত্রে জানানো হয়েছে।
কয়েক দিন আগেই জলপাইগুড়ির মাগুরমারিতে একটি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষ থেকে ৭ ফুট লম্বা লুপ্তপ্রায় প্রজাতির ‘পঙ্খীরাজ’ সাপ উদ্ধার হয়। সাপটিকে বিন্নাগুড়ি বন্যপ্রাণী স্কোয়াডের কর্মীদের হাতে তুলে দেওয়া হয়। সেটিকে পরে মোরাঘাট জঙ্গলে ছেড়ে দেওয়া হয়।