উত্তরবঙ্গে আগামী সপ্তাহে বৃষ্টির পূর্বাভাস। —ফাইল চিত্র।
আগামী সপ্তাহে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। রবিবার থেকেই দার্জিলিং, কালিম্পং-সহ বিভিন্ন এলাকায় বৃষ্টি শুরু হয়ে যাবে। ভিজতে পারে দক্ষিণবঙ্গও। তবে উত্তরের চেয়ে দক্ষিণে বৃষ্টির সম্ভাবনা কম। গাঙ্গেয় বঙ্গের অধিকাংশ জেলায় আগামী কয়েক দিন শুকনো আবহাওয়া থাকবে।
আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েক দিন দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে বৃষ্টি শুরু হয়ে যাবে রবিবার থেকেই। মালদহ এবং দক্ষিণ দিনাজপুরে সোমবার থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি চলবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত।
দক্ষিণবঙ্গের অধিকাংশ এলাকায় আগামী সপ্তাহে শুকনো আবহাওয়ার পূর্বাভাস রয়েছে। তবে কিছু কিছু জেলা ভিজতে পারে। রবিবার বৃষ্টি হতে পারে উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনায়। সোমবার হুগলি, পূর্ব বর্ধমান এবং নদিয়ায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার থেকে বৃষ্টি শুরু হবে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়াতেও। প্রতি ক্ষেত্রেই বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
বুধবার দক্ষিণের প্রায় সব জেলাতেই হালকা বৃষ্টি হতে পারে। তার মধ্যে পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বৃষ্টি কিছুটা বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর।
রবিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি বেশি। শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.৮ ডিগ্রি সেলসিয়াস। রবিবার তাপমাত্রা চার ডিগ্রি বেড়েছে। সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছেছিল ৩২.৪ ডিগ্রি সেলসিয়াসে। যা স্বাভাবিকের চেয়ে দুই ডিগ্রি কম।