State News

নোবেল চুরির তদন্তভার ফেরত চেয়ে কেন্দ্রকে চিঠি পাঠাচ্ছে রাজ্য

সিবিআই না পারলে তিনিই দায়িত্ব নিয়ে রবীন্দ্রনাথের হারানো নোবেল পদক খুঁজে বের করবেন। গতকাল, বৃহস্পতিবার, শান্তিনিকেতনে দাঁড়িয়ে এই ঘোষণা করে এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ অগস্ট ২০১৬ ১৮:৩৭
Share:

সিবিআই না পারলে তিনিই দায়িত্ব নিয়ে রবীন্দ্রনাথের হারানো নোবেল পদক খুঁজে বের করবেন। গতকাল, বৃহস্পতিবার, শান্তিনিকেতনে দাঁড়িয়ে এই ঘোষণা করে এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২৪ ঘণ্টার মধ্যেই তদন্তভার ফিরিয়ে আনতে রাজ্য সরকারের তরফে তত্পরতা শুরু হয়ে গেল। এ দিন বর্ধমানে প্রশাসনিক বৈঠকের পর মুখ্যমন্ত্রীই জানান, ইতিমধ্যেই নোবেল চুরির তদন্তের গতিপ্রকৃতি জানতে চেয়ে সিবিআইকে চিঠি পাঠানোর সিদ্ধান্ত নিয়ে ফেলেছে রাজ্য প্রসাশন।

Advertisement

মুখ্যসচিব বাসুদেব বন্দ্যোপাধ্যাও জানান, নোবেল চুরি তদন্তের দায়িত্ব ফেরত চেয়ে কেন্দ্রকে চিঠি পাঠাচ্ছেন স্বরাষ্ট্রসচিব মলয় দে। ওই চিঠিতে সিবিআইয়ের হাত থেকে রাজ্যের হাতে নোবেল চুরির তদন্তভার দেওয়ার অনুরোধ করা হবে। তবে রাজ্যের তরফে সিআইডি না সিট কাকে দিয়ে তদন্ত চালানো হবে, তা নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।

আরও পড়ুন: ‘সিবিআই না পারলে রবীন্দ্রনাথের নোবেল পদক আমি খুঁজে দেব’

Advertisement

গতকাল শান্তিনিকেতনে গিয়ে মুখ্যমন্ত্রী বলেছিলেন, ‘‘রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল চুরি লজ্জার। সিবিআই না পারলে, সুযোগ পেলে আমি নোবেল খুঁজে বার করব।’’ রবি ঠাকুরের নোবেল পদক চুরি গিয়েছিল ১২ বছর হয়ে গেল। কোনও কিনারাই হয়নি। সিবিআই দু’দফায় তদন্ত চালিয়েও পদকের খোঁজ পায়নি। আদালতের অনুমতি নিয়ে তদন্ত বন্ধ করেছে তারা। এ বার সেই তদন্তই নতুন করে শুরু করতে চাইছে রাজ্য সরকার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement