Bakibur Rahaman

দুবাই যেতে চান বাকিবুর, জামিনের তিন মাস পরেই দ্বারস্থ আদালতের, বিদেশে যাওয়া ঠেকাতে মরিয়া ইডি

রেশন দুর্নীতি মামলায় গত অগস্ট মাসেই জামিন পেয়েছেন বাকিবুর রহমান। এ বার দুবাই যেতে চাইছেন তিনি। বিদেশ যাত্রার অনুমতি চেয়ে ইতিমধ্যে দ্বারস্থ হয়েছেন ব্যাঙ্কশাল আদালতের। যদিও তাতে আপত্তি রয়েছে ইডির।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২০ নভেম্বর ২০২৪ ১৭:১৫
Share:

দুবাই যেতে চেয়ে আদালতের দ্বারস্থ বাকিবুর রহমান। বিদেশযাত্রায় আপত্তি জানিয়েছে ইডি। গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

দুবাই যেতে চান রেশন দুর্নীতি মামলায় অন্যতম অভিযুক্ত বাকিবুর রহমান। তা নিয়ে বুধবার কলকাতায় ব্যাঙ্কশাল আদালতে (বিচার ভবনে) আবেদন জানিয়েছেন তিনি। বাকিবুরের বক্তব্য, ব্যবসায়িক প্রয়োজনে তিনি বিদেশযাত্রা করতে চান। এ ছাড়া তাঁর সন্তানেরাও বিদেশে থাকেন। তাঁদের সঙ্গেও দেখা করতে চান অভিযুক্ত ব্যবসায়ী। পাশাপাশি সেখানকার কিছু নথিপত্রও পুনর্নবীকরণের প্রয়োজন রয়েছে বলে দাবি বাকিবুরের। তবে তাঁর বিদেশযাত্রার আবেদনে আপত্তি জানিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। নিজেদের আপত্তির কথা আদালতে লিখিত ভাবে জানিয়েছে তারা। তবে কী কারণে আপত্তি, সেটি এখনও ইডির তরফে প্রকাশ্যে জানানো হয়নি।

Advertisement

ইডি সূত্রের দাবি, যে হেতু এটি আর্থিক দুর্নীতির মামলা এবং প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকও এই মামলায় অভিযুক্ত, তাই বাকিবুরকে বিদেশ যাওয়ার অনুমতি দিলে সমস্যা তৈরি হতে পারে। ওই সূত্র জানিয়েছে, রেশন দুর্নীতির মামলায় অভিযুক্ত জ্যোতিপ্রিয়ের সঙ্গে বাকিবুরের সম্পর্ক রয়েছে এবং এই মামলায় টাকা নয়ছয়ের অভিযোগ রয়েছে বাকিবুরের বিরুদ্ধে। এ ক্ষেত্রে দুবাইযোগের কথাও জানতে পেরেছে তদন্তকারী সংস্থা। সব দিক থেকে বিবেচনা করেই বিদেশযাত্রায় আপত্তি জানানো হয়েছে বলে দাবি ওই সূত্রের।

রেশন দুর্নীতির মামলায় গত বছরের ১৩ অক্টোবর বাকিবুরকে গ্রেফতার করেছিল ইডি। চালকল, হোটেল-সহ একাধিক ব্যবসা রয়েছে তাঁর। রেশন দুর্নীতি মামলাতেও তিনি জড়িত বলে দাবি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। গত অগস্ট মাসে বিশেষ ইডি আদালত থেকে জামিন পান বাকিবুর। জামিনের তিন মাস পরে এ বার বিদেশযাত্রার অনুমতি চেয়ে আদালতের দ্বারস্থ রেশন দুর্নীতি মামলায় অভিযুক্ত ব্যবসায়ী। বাকিবুরের সঙ্গেই জামিন পেয়েছিলেন রেশন দুর্নীতি মামলায় অপর অভিযুক্ত বিশ্বজিৎ দাস। তিনিও জামিনের পর দুবাই যাওয়ার আবেদন জানিয়েছিলেন আদালতে। বিশ্বজিতের আবেদন ইতিমধ্যে মঞ্জুর করেছে আদালত। এ বার বাকিবুরের ক্ষেত্রে আদালত কী সিদ্ধান্ত নেয়, তা নিয়ে কৌতূহল বৃদ্ধি পেতে শুরু করেছে।

Advertisement

উত্তর ২৪ পরগনার দেগঙ্গায় বাকিবুরের চালকল রয়েছে। ইডি রেশন দুর্নীতির তদন্ত শুরুর পর থেকেই বিভিন্ন সময়ে চর্চায় উঠে এসেছে বাকিবুর এবং তাঁর চালকলের প্রসঙ্গ। বাকিবুরের চালকল এবং কৈখালির ফ্ল্যাটেও হানা দিয়েছিলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা। ইডি সূত্রের দাবি, বাকিবুরের বাড়ি থেকে পাওয়া নথির সূত্র ধরে রেশন দুর্নীতি মামলায় বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্যের নাগাল পেয়েছেন তাঁরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement