Kangana Ranaut on Aryan Khan

তারকা-সন্তানদের বার বার সমালোচনা কঙ্গনার, শাহরুখ-পুত্র আরিয়ানের ক্ষেত্রে উলটপুরাণ?

আলিয়া ভট্ট থেকে অনন্যা পাণ্ডে, কর্ণ জোহরদের সমালোচনায় বার বার সরব হয়েছেন কঙ্গনা। শাহরুখ-পুত্র আরিয়ান খানের ক্ষেত্রে ১৮০ ডিগ্রি ঘুরে গেলেন তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ২০ নভেম্বর ২০২৪ ১৭:০৫
Share:

(বাঁ দিকে) কঙ্গনা রানাউত। আরিয়ান খান (ডান দিকে)। ছবি: সংগৃহীত।

বলিউডে তারকা হোক কিংবা তাঁদের সন্তান, কঙ্গনার নিশানায় পড়তে হয়েছে প্রায় সকলকেই। যদিও শুধুমাত্র খানদের সঙ্গে সৌজন্যের সম্পর্ক বজায় রেখে এসেছেন বিজেপির অভিনেত্রী সাংসদ। তবে বলিউডের স্বজনপোষণ নিয়ে বার বার সরব হয়েছেন। নাম না করেই আলিয়া ভট্ট থেকে অনন্যা পাণ্ডে, কর্ণ জোহরদের সমালোচনা করেছেন তিনি। কিন্তু এ বার যেন উলটপুরাণ। শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের ক্ষেত্রে ১৮০ ডিগ্রি ঘুরে গেলেন তিনি। তারকা-পুত্রকে নিয়ে আশার কথা লিখলেন কঙ্গনা।

Advertisement

আগামী বছরে মুক্তি পেতে চলেছে আরিয়ান খান পরিচালিত সিরিজ় ‘স্টারডাম’। বরাবরই ক্যামেরার নেপথ্যে কাজ করতে চেয়েছেন তিনি। গল্প বলার শখ আরিয়ানের। তাই বাবার জুতোয় পা না গলিয়ে ক্যামেরার পিছনে পরিচিতি তৈরি করতে চাইছেন তিনি। মঙ্গলবার নিজের সমাজমাধ্যমের পাতায় শাহরুখ জানান, আগামী বছর নেটফ্লিক্সে মুক্তি পেতে চলেছে আরিয়ান খান পরিচালিত ওয়েব সিরিজ়, যেটি প্রযোজনা করছে শাহরুখের রেড চিলিস এন্টারটেনমেন্ট। প্রযোজনায় অংশীদার গৌরী খানও। এর পরই শাহরুখ-পুত্রের প্রশংসায় পঞ্চমুখ কঙ্গনা।

কঙ্গনা নিজের সমাজমাধ্যমে লেখেন, “এটা দেখেও ভাল লাগছে ফিল্মি পরিবারের সন্তানেরা শুধুমাত্র সাজসজ্জা, ওজন কমানো, পুতুল সাজার বাইরে বেরিয়ে নিজেদের অভিনেতা-অভিনেত্রী ভাবা ছাড়াও অন্য কিছু করছে। আমাদের সকলের উচিত সময়ের দাবি মেনে ভারতীয় সিনেমার গুণমান আরও বৃদ্ধি করা।” কঙ্গনা খুশি যে আরিয়ান অভিনেতা হওয়ার দৌড়ে নেই। তাঁর মতো তারকা-সন্তানদের নাকি প্রয়োজন। অভিনেত্রীর সংযোজন, ‘‘তারকা-সন্তানেরা বেশির ভাগ সময়ই সহজ রাস্তা বেছে নেন। ক্যামেরার নেপথ্যে আমাদের আরও মানুষ দরকার। আরিয়ান যে চেনা রাস্তার বাইরে বেরিয়ে হাঁটছেন ভাল লাগছে। পরিচালক ও চিত্রনাট্যকার হিসাবে তাঁর প্রথম কাজ দেখার অপেক্ষায় রইলাম।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement