ব্রাত্য বসু। —ফাইল চিত্র।
বিরোধী ছাত্র সংগঠনগুলি ধারাবাহিক ভাবে রাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে দ্রুত ছাত্র সংসদ নির্বাচনের দাবি জানালেও পুজোর আগে তা হচ্ছে না। রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু শনিবার এমনই ইঙ্গিত দিয়েছেন। তিনি এ দিন বলেছেন, “নির্বাচন নিয়ে এক প্রস্ত কথা হয়েছে। কিন্তু পুজোর আগে তা করা সম্ভব নয়। মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে আমরা যদি বুঝতে পারি, এটা করা যাবে, তখন জানাব।” প্রসঙ্গত, কলকাতা বিশ্ববিদ্যালয় এবং তার আওতায় থাকা কলেজগুলিতে ২০১৭-য় ছাত্র নির্বাচন হয়েছিল। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে ২০১৯-এ, যাদবপুরে ২০২০-তে তা হয়। তার পরে থেকে কোনও কলেজ বা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সাংসদ নির্বাচন হয়নি।