ফাইল চিত্র।
কোনও প্রাপ্তবয়স্ক ব্যক্তি নিজের ইচ্ছায় বিয়ে করলে এবং ধর্ম পরিবর্তনের সিদ্ধান্ত নিলে সে ব্যাপারে কেউ হস্তক্ষেপ করতে পারেন না। এক মামলার পরিপ্রেক্ষিতে এমনটাই জানিয়েছে কলকাতা হাইকোর্ট।
মেয়েকে প্রভাবিত করে বিয়ে করেছেন ভিন্ধর্মের এক ব্যক্তি। এই অভিযোগ তোলেন মেযের বাবা। তাঁর অভিযোগের ভিত্তিতে ম্যাজিস্ট্রেটের কাছে ওই মহিলাকে হাজির করায় পুলিশ। সেখানে তাঁর জবানবন্দি নেওয়া হয়। মহিলা তাঁর জবানবন্দিতে জানিয়েছেন, নিজের পছন্দে এবং ইচ্ছাতে বিয়ে করেছেন।
এর পরই ওই ব্যক্তি কলকাতা হাইকোর্টে এ নিয়ে একটি পিটিশন দাখিল করেন। বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় এবং অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে মামলাটি ওঠে। তখন আদালত জানায়, কোনও পূর্ণবয়স্ক ব্যক্তি যদি নিজের পছন্দে বিয়ে করেন, ধর্ম পরিবর্তনের সিদ্ধান্ত নেন এবং বাপেরবাড়িতে যদি ফিরতে না চান, তা হলে সে ব্যাপারে কেউ হস্তক্ষেপ করতে পারেন না।
মহিলার বাবা যে সন্দেহ প্রকাশ করছেন, তার ভিত্তিতেই মহিলাকে অতিরিক্ত সরকারি আইনজীবী শৈবাল বাপুলির সঙ্গে তাঁর চেম্বারে ২৩ ডিসেম্বর দেখা করা নির্দেশ দিয়েছে আদালত। পাশাপাশি এটাও বলেছে, যখন আইনজীবীর সঙ্গে দেখা করবেন তখন সেখানে ওই মহিলা ছাড়া আর কেউ থাকতে পারবেন না। এমনকি তাঁর স্বামীও নন।