Arjun Singh

Arjun Singh: বিজেপি সাংসদ অর্জুনের বাড়ির সামনে বোমাবাজির ঘটনার তদন্তে এনআইএ

পুলিশের দাবি, স্থানীয় দুষ্কৃতীদের দুই দলের গোলমালের জেরে ওই ঘটনা ঘটেছে। ওই ঘটনার সিসিটিভি ক্যামেরার একটি ফুটেজও প্রকাশ করে পুলিশ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২১ ২২:১৬
Share:

অর্জুনের বাড়ির সামনে গত বুধবার ভোরে বোমাবাজি হয়েছিল। ফাইল চিত্র।

ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংহের বাড়ির সামনে বোমাবাজির ঘটনার তদন্তের ভার দেওয়া হল জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)-কে। সোমবার এনআইএ সূত্রে এ খবর জানা গিয়েছে।

Advertisement

রাজ্য বিজেপি-র অন্যতম সহ-সভাপতি তথা ভবানীপুরের উপনির্বাচনে দলীয় পর্যবেক্ষক অর্জুনের ভাটপাড়ার বাড়ি তথা দফতর ‘মজদুর ভবন’-এর গেটের সামনে সামনে গত বুধবার ভোরে বোমাবাজি হয়েছিল। অর্জুন সে সময় দিল্লিতে ছিলেন। যদিও তাঁর বাড়িতে সে সময় ছিলেন কেন্দ্রীয় বাহিনীর বেশ কয়েকজন জওয়ান।

পুলিশের দাবি, স্থানীয় দুষ্কৃতীদের দুই দলের গোলমালের জেরে ওই ঘটনা ঘটেছে। ওই ঘটনার ক্লোজড সার্কিট ক্যামেরার একটি ফুটেজও প্রকাশ করে পুলিশ।

Advertisement

কিন্তু ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোটের আগে রাজনীতির জল এই ঘটনায় ঘোলা হতে শুরু করে। বিজেপি-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, ‘‘ওষুধে কাজ হয়েছে। অর্জুন সিংহের বাড়িতে হামলার ঘটনা প্রমাণ করছে তৃণমূলনেত্রী ফের হারার ভয় পাচ্ছেন।’’ সেই ঘটনা নিয়ে টুইট করেন রাজ্যপাল জগদীপ ধনখড়ও। সেই টুইটে ‘ভোট পরবর্তী হিংসা’র বিষয়টি আরও এক বার তুলে ধরেন তিনি।

বোমাবাজি প্রসঙ্গে অর্জুন বলেছিলেন, ‘‘আমায় ভবানীপুর উপনির্বাচনের ইনচার্জ বানানো হয়েছে। তাই আমার ঘরে হামলা হয়েছে। যাতে আমি ঘর থেকে বেরোতে ভয় পাই। একমাস আগে রাজ্যপালকে জানিয়েছিলাম, আমাকে খুন করানোর চেষ্টা চলছে।’’ যদিও তৃণমূল নেতা কুণাল ঘোষ ওই ঘটনায় দলের সংশ্রব অস্বীকার করেন। প্রসঙ্গত, গত মার্চে বিধানসভা ভোটপর্বের সময়ও অর্জুনের বাড়ির সামনে বোমাবাজি হয়েছিল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement