প্রতীকী ছবি
প্রচণ্ড গরম থেকে সাময়িক রেহাই মিলল শহরবাসীর। আগেই আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে রবিবার সন্ধ্যা ৭টার পরবর্তী ২-৩ ঘণ্টার মধ্যে শহরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে। বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ারও সম্ভাবনা রয়েছে। কয়েকদিন ধরে প্রচণ্ড গরমে পুড়ছে শহর। শনিবার পূর্বাভাস থাকলেও ঝড়-বৃষ্টি হয়নি। তাই অপেক্ষা ছিল বৃষ্টির। রবিবার সন্ধ্যা ৭টার সামান্য আগে বৃষ্টি শুরু হল কলকাতা লাগোয়া জেলায়। তারপর শহরেও শুরু হল বৃষ্টি।
দুপুরের পর থেকেই জেলার একাধিক অঞ্চল থেকে ঝড়-বৃষ্টির খবর আসতে থাকে। উত্তর ২৪ পরগনা, বীরভূম জেলায় দুপুর-বিকেলের পর থেকেই ঝড় শুরু হয়। আবহাওয়া দফতর জানিয়েছিল, শুধু কলকাতা নয় একই সময়ে বৃষ্টিতে ভিজতে পারে হাওড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর জেলাও। সেখানে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি ৪০-৫০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। জেলাতেও পূর্বাভাস সত্যি করে কোথাও কোথাও ঝড়বৃষ্টির খবর পাওয়া গিয়েছে।