২০১২ সালের প্রাথমিক টেট পরীক্ষার্থীদের এ বছর ফের পরীক্ষায় বসার ছাড়পত্র দেওয়া শুরু করল প্রাথমিক শিক্ষা পর্ষদ।
মঙ্গলবার ২৯ সেপ্টেম্বর থেকে শুরু করে ৬ অক্টোবর পর্যন্ত প্রার্থীদের সংশ্লিষ্ট জেলার প্রাথমিক সংসদ থেকে মিলবে নতুন অ্যাকনলেজমেন্ট স্লিপ। গত ৩০ অগস্ট টেট পরীক্ষার ঠিক দু’দিনের মাথায় পরীক্ষার প্রশ্নপত্র উধাওকে ঘিরে শুরু হয় জল্পনা। তড়িঘড়ি পরীক্ষার দিন পিছিয়ে দিতে বাধ্য হয় পর্ষদ। পাশাপাশি, শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ঘোষণা করেন ২০১২ সালের যে সব পরীক্ষার্থীরা অ্যাকনলেজমেন্ট স্লিপ ডাউনলোড করতে পারেননি তাঁদের আরও একটা সুযোগ দেওয়া হবে। শেষমেশ আগামী ১১ অক্টোবর পরীক্ষার দিন ধার্য করে পর্ষদ।
প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্য জানান, মঙ্গলবার থেকে ৬ অক্টোবর পর্যন্ত জেলার সংসদে ওই পরীক্ষার্থীদের কোনও সচিত্র পরিচয়পত্র এবং আসল অ্যাডমিট কার্ড নিয়ে পৌঁছলেই মিলবে ২০১৫ সালের প্রাথমিক টেট পরীক্ষায় বসার ছাড়পত্র।