কেন্দ্র আজ, শনিবার প্রজাতন্ত্র দিবসে মাওবাদী হামলার আশঙ্কা করছে। এই বিষয়ে রাজ্যগুলিকে সতর্ক করে দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। মাওবাদী প্রভাবিত জেলাগুলির রেলপথে বাড়তি নজরদারির চালাতে বলা হয়েছে। কেন্দ্রের এই সতর্কবার্তা ২৫ জানুয়ারি, শুক্রবার রাজ্যগুলির হাতে পৌঁছেছে। ফলে এক দিনের নোটিসে কী ভাবে বিশেষ ব্যবস্থা নেওয়া যাবে, তা নিয়ে কিছুটা সংশয়ে পড়েছে বিভিন্ন রাজ্য। তবে পশ্চিমবঙ্গের স্বরাষ্ট্র দফতরের একাংশের বক্তব্য, বরাবরের মতো নিজের থেকেই সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে প্রশাসন।
গত বছর প্রজাতন্ত্র দিবসের আগে স্বরাষ্ট্র মন্ত্রকের তথ্যের ভিত্তিতে শিলিগুড়ি থেকে বেশ কয়েক জন জেএমবি জঙ্গিকে গ্রেফতার করেছিল পুলিশ। তাতে বড় ধরনের নাশকতা এড়ানো গিয়েছিল বলে নিরাপত্তা সংস্থাগুলির দাবি। এ বার সেই ধরনের জঙ্গি সংগঠনের চেয়েও মাওবাদী হানার ব্যাপারে বাড়তি সতর্ক কেন্দ্র।
ছত্তীসগঢ়, ঝাড়খণ্ড, অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্রের মতো কিছু রাজ্যে মাওবাদী সমস্যা রয়ে গিয়েছে। তবে বাংলায় মাঝেমধ্যে নিজেদের অস্তিত্ব জানান দেওয়া ছাড়া মাওবাদীদের দৌরাত্ম্য প্রায় নেই বললেই চলে। এই অবস্থায় কেন্দ্রীয় সতর্কবার্তার উদ্দেশ্য নিয়ে জল্পনা চলছে প্রশাসনিক মহলে।