Makeup Tips

মেকআপ বোঝাই যাবে না, জাহ্নবীর থেকে শিখে নিন এমন রূপটানের কৌশল

এতটাই স্বল্প এবং স্বচ্ছ মেক আপ করতে হবে যে, এক ঝলক দেখলে মনে হবে মেকআপের ছোঁয়াই লাগেনি মুখে। বরং ত্বকের স্বাভাবিক দীপ্তিতেই মোহময়ী লাগবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৯ নভেম্বর ২০২৪ ১৭:০৫
Share:

জাহ্নবীর মতো 'ন্যুড মেকআপ' করতে চাইলে শিখে নিন পদ্ধতি। ছবি: সংগৃহীত।

চড়া মেকআপ অনেকেই পছন্দ করেন না। আর এখন কমবয়সিদের মধ্যে জনপ্রিয় হয়েছে ‘ন্যুড মেকআপ’। মেকআপে কোনও উজ্জ্বল রঙের ব্যবহারই হবে না। ত্বকের রঙের সঙ্গেই মানানসই হবে রূপটান। চটকদার রঙের বদলে ঠোঁটে থাকবে হালকা রঙের কোনও লিপ বাম বা লিপ জেল। ঠিক যেমনটা করেছেন বলিউড অভিনেত্রী জাহ্নবী কপূর। এতটাই স্বল্প এবং স্বচ্ছ মেক আপ করতে হবে যে, এক ঝলক দেখলে মনে হবে মেকআপের ছোঁয়াই লাগেনি মুখে। বরং ত্বকের স্বাভাবিক দীপ্তিতেই মোহময়ী লাগবে।

Advertisement

ধাপে ধাপে শিখে নিন পদ্ধতি

ক্লিনজ়িং

Advertisement

মেকআপের শুরুতেমুখ খুব ভাল করে পরিষ্কার করে নিতে হবে। ত্বক যদি তৈলাক্ত হয় তা হলে জেল-বেসড কোনও ক্লিনজ়ার ব্যবহার করুন। আর শুষ্ক ত্বক হলে ক্রিম দেওয়া ক্লিনজ়ার ব্যবহার করাই ভাল।

ময়েশ্চারাইজ়ার

মুখ পরিষ্কারের পরে ময়েশ্চারাইজ়ার অবশ্যই লাগাতে হবে। জেল দেওয়া কোনও ময়শ্চেরাইজ়ার ব্যবহার করলে ভাল হয়। এমন ময়েশ্চারাইজ়ার দিয়ে ভাল করে ত্বকে মালিশ করে নিতে হবে। দিনের বেলায় বাইরে বেরোতে হলে সানস্ক্রিন লাগাতেই হবে।

প্রাইমার

ম্যাট ফিনিশ কোনও প্রাইমারই ব্যবহার করতে হবে। ত্বকের ধরন বুঝে প্রাইমার কিনে নিন। ন্যুড মেকআপের জন্য প্রাইমার কিন্তু অবশ্যই ত্বকে লাগাতে হবে।

ফাউন্ডেশন

সরাসরি ফাউন্ডেশন না মেখে বরং ফাউন্ডেশনের সঙ্গে হাইলাইটার মিশিয়ে নিয়ে তার পরে মাখুন। হাইলাইটার না থাকলে ময়েশ্চারাইজ়ারের সঙ্গে মিশিয়েও ফাউন্ডেশন লাগাতে পারেন। এতে মুখ সাদা হয়ে যাবে না। চকচকে ভাবও আসবে।

স্পট কনসিল

সারা মুখে কনসিলর নয়। কেবল মাত্র চোখের তলায়, ঠোঁটের চারপাশে কিংবা কালচে দাগ আছে এমন জায়গাতেই কনসিলার লাগিয়ে নিন। তার পর খুব সামান্য মাত্রায় সেটিং পাউডার দিয়ে মেকআপ সেট করে নিতে হবে।

চোখের মেকআপ

চোখের উপরের ও নীচের পাতায় বেজ কিংবা হালকা ব্রাউন শেডের আইশ্যাডো লাগান। লাইনার লাগানোর প্রয়োজন নেই। হালকা করে কাজল পরতে পারেন। মাস্কারা ব্যবহার করতে ভুলবেন না। চোখের ভ্রূকে ভরাট দেখাতে হালকা করে কালো রঙের আইব্রো পেনসিল বুলিয়ে নিন।

ব্লাশ

হালকা পিচ কিংবা গোলাপি রঙের ব্লাশ ব্যবহার করুন। চড়া কোনও রং ব্যবহার করবেন না।

ঠোঁটের মেকআপ

ন্যুড শেডের লিপস্টিক ও গ্লস লাগিয়ে নিলেই আপনার নো মেক আপ লুক তৈরি! তবে এ ক্ষেত্রে ম্যাট নয় হালকা গ্লসি লিপ শেড ব্যবহার করুন। মেক আপ শেষে ফের সেটিং স্প্রে লাগিয়ে নিন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement