প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।—ছবি পিটিআই।
চলতি সপ্তাহে দু’দিনের কলকাতা সফরে এসে বেলুড় মঠেও যাবেন কাটাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ১১ জানুয়ারি, শনিবার সন্ধ্যায় বেলুড় মঠে তাঁর এক ঘণ্টা কাটানোর কথা। বেলুড় মঠ-কর্তৃপক্ষ অবশ্য মঙ্গলবার জানান, প্রধানমন্ত্রীর মঠে আগমনের ব্যাপারে সরকারি ভাবে তাঁদের কাছে এখনও পর্যন্ত কোনও খবর নেই। তবে প্রধানমন্ত্রীর কলকাতা সফরের সূচিতে শনিবার সন্ধ্যা ৭টা ৫০ মিনিট থেকে রাত ৮টা ৫৯ মিনিট পর্যন্ত বেলুড়ে থাকার কথা জানানো হয়েছে।
সফরসূচি অনুযায়ী শনিবার বেলুড় মঠে রওনা হওয়ার আগে বি বা দী বাগে ওল্ড কারেন্সি বিল্ডিংয়ে একটি প্রদর্শনী ঘুরে দেখবেন প্রধানমন্ত্রী। পরে মিলেনিয়াম পার্ক থেকে হাওড়া সেতুর ‘লাইট অ্যান্ড সাউন্ড’ বা আলোকধ্বনি প্রকল্পের সূচনা করবেন তিনি। পরের দিন, ১২ জানুয়ারি স্বামী বিবেকানন্দের আবির্ভাব দিবস। প্রধানমন্ত্রী সে-দিন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে কলকাতা বন্দরের ১৫০ বছর পূর্তি অনুষ্ঠানের সূচনা করবেন।