Narendra Modi

মোদীর সঙ্গে অওরঙ্গজেবের মিল! মিম পোস্ট করলেন সিপিএমের ফৈয়াজ, পাল্টা বিজেপির

মঙ্গলবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট করেন ফৈয়াজ। ওই পোস্টে প্রধানমন্ত্রীকে তিনি ‘ধংসাত্মক রাজা’ বলে আক্রমণ শানিয়েছেন। সিপিএম নেতা প্রধানমন্ত্রীর মিম শেয়ার করায় বেজায় ক্ষুব্ধ বিজেপি

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ মে ২০২৩ ২১:৪৩
Share:

ফৈয়াজ আহমেদ খান প্রধানমন্ত্রীকে তিনি ‘ধংসাত্মক বাদশাহ’ বলে আক্রমণ শানিয়েছেন। ছবি: সংগৃহীত।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ‘বাদশা হে তবাহি’! মোগল বাদশাহের ছবিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখ বসিয়ে ‘মিম’ ছড়ালেন সিপিএম নেতা ফৈয়াজ আহমেদ খান। মঙ্গলবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট করেন তিনি। সেখানে প্রধানমন্ত্রীকে তিনি ‘ধংসাত্মক বাদশাহ’ বলে আক্রমণ শানিয়েছেন। এ প্রসঙ্গে ফৈয়াজ বলেন, ‘‘প্রধানমন্ত্রী দেশকে ধংস ছাড়া কিছুই করেননি। তাই ওঁকে ধংসাত্মক বাদশাহ ছাড়া কিছুই বলা যায় না। তাই আমি ওই মিমটি শেয়ার করেছি।’’ তবে ফৈয়াজ নিজে ওই মিমটি তৈরি করেননি বলে জানিয়েছেন। মিমটি অন্য জায়গা থেকে পাওয়ার পর তাঁর ভাল লাগায় শেয়ার করেছেন তিনি। মোগল সম্রাটদের ছবিতে প্রধানমন্ত্রীর মুখ ব্যবহার করা নিয়ে কোনও বিতর্ক তৈরি হলেও তাতে আপত্তিকর কিছু দেখছেন না ফৈয়াজ। তাঁর কথায়, ‘‘রাজনীতিতে বির্তক হলে আপত্তি কিসের!’’

Advertisement

মিমটিতে অওরঙ্গজেবের ছবিতে মোদীকে মুখ বসানোয় বেজায় চটেছে বিজেপি। দলের মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, ‘‘অওরঙ্গজেবের মতো এক জন মানবতা বিরোধী ‘ক্রিমিনাল’কে মোদীর সমার্থক করে তুলছেন! উত্তর ঠিক সময় ওরা পেয়ে যাবে। মানুষ জবাব দিয়ে দেবে। অওরঙ্গজেবের ছবিটি যদি স্টালিনের মতো ছাপা হত তা হলে বোধহয় ভাল হত।’’

Advertisement

বিজেপি বিধায়ক রবীন্দ্রনাথ মাইতি বলেন, ‘‘ভারতকে শ্রেষ্ঠ আসনে বসানোর জন্য মোদীজি দিনরাত পরিশ্রম করছেন। দেশের মানুষ দেখতে পাচ্ছেন। যাঁরা প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এ সব প্রচার করছেন, তাঁদের এই কাজকে দেশ বিরোধী চক্রান্ত হিসেবেই দেখছি। যারা বিদেশি তত্ত্বে বিশ্বাস করে দেশের প্রধানমন্ত্রীকে অপমান করছেন, তাঁদের তো রাজ্যের মানুষ শূন্য করেই দিয়েছেন, আগামী দিনে সারা দেশের মানুষ শূন্য করে দেবেন।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement