Narayan Debnath

Narayan Debnath: আশঙ্কাজনক নারায়ণ দেবনাথ, চিকিৎসায় সাড়া দিচ্ছেন না, খবর দেওয়া হয়েছে বাড়িতে

হঠাৎ করে শারীরিক অবস্থার অবনতি হল নারায়ণ দেবনাথের। রক্তচাপ ওঠানামা করছে তাঁর। শ্বাস নিতেও কষ্ট হচ্ছে প্রবীণ কার্টুন শিল্পীর।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ জানুয়ারি ২০২২ ১০:৩১
Share:

নারায়ণ দেবনাথ। ফাইল চিত্র।

হঠাৎ করে শারীরিক অবস্থার অবনতি হল নারায়ণ দেবনাথের। হাসপাতাল সূত্রে খবর, মঙ্গলবার সকাল থেকে হৃদ্‌যন্ত্রে সমস্যা হচ্ছে প্রবীণ কার্টুন শিল্পীর। তাঁর অবস্থা আশঙ্কাজনক। সব ধরনের চেষ্টা করা হচ্ছে বলেও জানিয়েছেন চিকিৎসকেরা। কিন্তু চিকিৎসায় সাড়া দিচ্ছেন না নারায়ণ। রক্তচাপ ওঠানামা করছে তাঁর। শ্বাস নিতেও কষ্ট হচ্ছে। চিকিৎসায় সাড়া দিচ্ছেন না বাংলা কমিকসের প্রবাদপ্রতিম স্রষ্টা। তাঁর বাড়ির লোকজনকে খবর দেওয়া হয়েছে বলে খবর হাসপাতাল সূত্রে।

Advertisement

৯৭ বছরের নারায়ণ দেবনাথ অনেক দিন থেকেই বয়সজনিত নানা সমস্যায় ভুগছিলেন। আগেও একাধিক বার চিকিৎসার জন্য তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এ বারের সমস্যা আরও গুরুতর বলে মনে করছেন চিকিৎসকরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement